কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন।
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন–সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।
মাইক্রোসফটের করা জরিপে দেখা গেছে, এআই টুল ব্যবহার করা ৯০ শতাংশ ব্যবহারকারী বলেছেন, এ প্রোগ্রাম তাঁদের সময় বাঁচায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন ৮৫ শতাংশ ব্যবহারকারী।
৮৪ শতাংশ এআই ব্যবহারকারী বলেছেন, এআই ব্যবহারকারীরা আরও বেশি সৃজনশীল হয়েছেন বলে মনে করেন। এ ছাড়া ৮৩ শতাংশ মনে করেন, তাঁরা নিজেদের কাজ উপভোগ করেছেন।