ডোনাল্ড ট্রাম্প ও নিকি হ্যালি
ডোনাল্ড ট্রাম্প ও নিকি হ্যালি

ট্রাম্পকে সমর্থন দেওয়ার আহ্বান হ্যালি, ডিস্যান্টিসের

একসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও এখন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন নিকি হ্যালি ও রন ডিস্যান্টিস। দেশবাসীর প্রতি ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে হ্যালি তাঁর সমর্থকদের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে ট্রাম্পকে ভোট দিতে বলেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের জন্যই ট্রাম্পকে ভোট দিত হবে।

‘তাঁকে ভোট দিতে আপনাকে ট্রাম্পের সঙ্গে শতভাগ একমত হতে হবে না। আমার কাছ থেকে আপনারা এটা (নিশ্চয়তা) গ্রহণ করুন।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যারোলিনার সাবেক গর্ভনর হ্যালি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য অনুপযুক্ত ও অযোগ্য বলেছিলেন।

ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময়ই ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন জানিয়েছিলেন।

মঙ্গলবার সম্মেলনে তিনি বলেন, ‘আসুন জো বাইডেনকে তাঁর বেজমেন্টে ফেরত পাঠাই এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে।