যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

রাফা অভিযান নিয়ে বাইডেনের মনোভাব ইসরায়েলকে জানালেন ব্লিঙ্কেন

ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি বাহিনীর ‘বড় ধরনের অভিযান’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোভাব নেতানিয়াহু সরকারের কাছে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গতকাল শুক্রবার ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ব্লিঙ্কেন। এ সময় রাফায় অভিযান নিয়ে জো বাইডেনের মনোভাবের কথা জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব রাফা ক্রসিং উন্মুক্ত করার জন্য ইসরায়েল ও মিসরের আলোচনার ওপর গুরুত্ব নিয়েও ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেন কথা বলেছেন।

তবে এই ফোনালাপের বিষয়ে ইসরায়েল সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি।

এমন এক সময় ব্লিঙ্কেন-গ্যান্টজ কথা বললেন, যখন ইসরায়েলকে রাফায় অবিলম্বে হামলা বন্ধ করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

যদিও ইসরায়েল আইসিজের এই আদেশ মানেনি। হামলা বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের যুদ্ধবিমান শহরটির কেন্দ্র সাবুরা ক্যাম্পে ধারাবাহিক হামলা চালাচ্ছে।