অবশেষে ১৫তম বারের ভোটাভুটিতে স্পিকার হলেন রিপাবলিকান ম্যাকার্থি

প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত স্পিকার কেভিন ম্যাকার্থি
ছবি: রয়র্টাস

অবশেষে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অচলাবস্থার অবসান হলো। ১৫তম বারের ভোটাভুটিতে এসে স্পিকার নির্বাচিত হয়েছেন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির প্রার্থী কেভিন ম্যাকার্থি। খবর সিএনএন ও রয়টার্সের

স্পিকার নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা আজ শনিবার টানা পঞ্চম দিনে গড়ায়। দিনের শুরুতে ১৫তম বারের ভোটাভুটিতে স্পিকার নির্বাচিত হন ম্যাকার্থি। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাত নাগাদ ১৪ দফা ভোটেও স্পিকার নির্বাচিত করতে ব্যর্থ হয় প্রতিনিধি পরিষদ।

প্রতিনিধি পরিষদের আসনসংখ্যা ৪৩৫। এর মধ্যে রিপাবলিকানদের ২২২ ও ডেমোক্রেটিক পার্টির সদস্য ২১২। স্পিকার হতে ম্যাকার্থির প্রয়োজন ছিল ২১৮ ভোট। তবে ছয়জন রিপাবলিকান ভোটাভুটির সময় উপস্থিত থাকলেও ভোট দেননি।

শেষ পর্যন্ত ২১৬-২১২ ভোটে ডেমোক্র্যাট প্রার্থী হ্যাকিম জেফ্রিসকে পরাজিত করে স্পিকার নির্বাচিত হন ম্যাকার্থি। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে গত ১৬৪ বছরের সবচেয়ে দীর্ঘ ভোটাভুটির অবসান হলো।

প্রতিনিধি পরিষদের পুরোনো নথিপত্র অনুযায়ী, স্পিকার নির্বাচনে একাধিকবার ভোটাভুটির ঘটনা ঘটেছে কমপক্ষে ১৪ বার। এর মধ্যে ১৮৫৫ সালে স্পিকার নির্বাচনে রেকর্ড ১৩৩ বার ভোটাভুটি হয়েছিল। ১৯২৩ সালে স্পিকার নির্বাচনের ভোটাভুটিও তিন দিন প্রলম্বিত হয়। তখন নবম দফার ভোটে স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

স্পিকার নির্বাচনে এবারের সংকট শুরু হয় কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পপন্থী ২০ রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থির বিরুদ্ধে অবস্থান নিলে। অচলাবস্থা কাটাতে নিজ দলের বিদ্রোহীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন ম্যাকার্থি। তাঁদের কিছু দাবি-দাওয়াও মেনে নেন তিনি।

স্পিকার হলেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সভাপতি। সভাপতিকে ছাড়া কংগ্রেস কোনো কাজ করতে পারে না। সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন ছাড়া স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত কংগ্রেস অচল।