মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নর্থ ডাকোটা ককাসে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এডিসন রিসার্চ এই পূর্বাভাস দিয়েছে।
‘সুপার টুয়েসডের’ আগে গতকাল সোমবার নর্থ ডাকোটায় ককাস হয়। এই ককাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই তাঁর একমাত্র রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) সবচেয়ে বড় দিন আজ মঙ্গলবার। আজ একসঙ্গে ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন হবে। এ কারণ দিনটি ‘সুপার টুয়েসডে’ নামে পরিচিত।
‘সুপার টুয়েসডের’ ভোটে ট্রাম্প তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি আরও পোক্ত করবেন বলেই ধারণা করা হচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যালি গত রোববার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রথমবারের মতো জয় পান। তবে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে হ্যালির সামনে সহজ কোনো পথ নেই।
প্রথম আটটি প্রাইমারির সব কটিতেই জিতেছেন ট্রাম্প। বাকি যেগুলো আছে, তার প্রায় সব কটিতেই তিনি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের মনোযোগ এখন এই নির্বাচনের দিকে। নির্বাচনে ট্রাম্প আবার ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।