সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) এবং বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) এবং বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলাকে কবে আনুষ্ঠানিক সমর্থন দিচ্ছেন ওবামা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর কয়েক দফায় আলাপ হয়েছে। দুজনের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, একান্ত আলাপচারিতায় কমলা হ্যারিসের প্রার্থিতাকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন ওবামা। শিগগিরই কমলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

একটি সূত্র বলেছে, তিনি (ওবামা) তাঁর (কমলা) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁর মতে, তিনি (কমলা) বড় ধরনের সূচনা করতে যাচ্ছেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নেতাদের মধ্যে যাঁরা এখনো কমলা হ্যারিসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি, তাঁদেরই একজন ওবামা। দলের অন্য নেতারা প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন জানালেও ওবামা তা করেননি। তিনি ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছেন।

তবে ওবামা আনুষ্ঠানিক সমর্থনের পরিকল্পনা করলেও ঠিক কবে তিনি সমর্থন জানাবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সূত্র।

ওবামা মনে করেন, কমলা হ্যারিসকে কম সময়ের মধ্যে অনেক কিছু সামলাতে হবে। নির্বাচনের আগে তিনি ১০০ দিনের মতো প্রচার-প্রচারণা চালানোর সময় পাবেন। কমলার সঙ্গে গত কয়েক দিনের আলাপচারিতার সময় ওবামা নির্বাচনী প্রচারসংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। দুজনের আলোচনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। ওবামার নিজের দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।

গত রোববার প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান। গত রোববারই কমলার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওবামা।

এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করে একটি বিবৃতিও দিয়েছেন ওবামা। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নতুন একজনকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াকে সমর্থন জানান তিনি। তবে তিনি তখন কমলা হ্যারিসকে সমর্থন জানাননি।

বারাক ওবামা ও কমলা হ্যারিসের মধ্যে বেশ কয়েক বছরের পরিচয়। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার শুরুতেই কমলা হ্যারিসের সমর্থন পেয়েছিলেন ওবামা। ক্যালিফোর্নিয়ায় অ্যাটর্নি জেনারেল হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে প্রচার চালিয়েছিলেন ওবামা। ২০১৬ সালে কমলা সিনেটের নির্বাচনে প্রার্থী হওয়ার পর ওবামা তাঁকে সমর্থন জানিয়েছিলেন।

দুটি সূত্র বলেছে, বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও কমলা হ্যারিসের প্রার্থিতাকে সমর্থন করেন।