যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ভবনে অনুপ্রবেশের চেষ্টার পর এক অস্ত্রধারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। খবর রয়টার্সের
পুলিশ বলছে, যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ভুট্টাখেতে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে তিনি নিহত হন। পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি এফবিআইয়ের ভিজিটর স্ক্রিনিং কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি একটি সাদা গাড়িতে করে ওই এলাকা ছেড়ে পালিয়ে যান।
ওহাইও অঙ্গরাজ্যের হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র নাথান ডেনিস এক সংবাদ সম্মেলনে বলেন, ওই ব্যক্তিকে ধাওয়া করা হয়েছিল। তিনি তখন পুলিশের এক সদস্যকে গুলি করেন। পরে ক্লিনটন কাউন্টিতে গাড়িটি থামানো হয়। এরপর পুলিশের সঙ্গে ওই সন্দেহভাজনের গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। দুই দফায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ওই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল, তা নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে অসমর্থিত সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম রিকি শিফার। তাঁর বয়স ৪২ বছর। তিনি কট্টর রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আগেই হামলা নিয়ে সতর্ক করেছিলেন রিকি শিফার নামের ওই ব্যক্তি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠাতা। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ওই ব্যক্তি লিখেছিলেন, ‘আপনারা আমার খোঁজ না পেলে জানবেন আমি এফবিআইয়ে হামলার চেষ্টা করেছিলাম। আর আমাকে হয় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এফবিআই ধরে ফেলেছে, নয়তো তারা পুলিশ পাঠিয়েছে।’
সিনসিনাটিতে এক সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানোর পরপরই ওই ব্যক্তির সব পোস্ট সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় গত সোমবার অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময়ের কিছু নথিপত্র এদিক-সেদিক করা নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানের পর থেকে অনলাইনে বিভিন্ন হুমকি-ধমকি পাওয়ার কথা বলে আসছে এফবিআই। এর মধ্যেই এফবিআইয়ের ভবনে অস্ত্রধারী ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টার কথা সামনে এল।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির সঙ্গে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে মনে করেন, অভ্যন্তরীণ সহিংস চরমপন্থা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উল্লেখজনক নিরাপত্তা হুমকি। বৃহস্পতিবার ঘটনার পর তিনি একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে রে বলেন, এফবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সহিংসতা চালানো ও হুমকি দেওয়ার ঘটনা ভয়াবহ। এটি সব মার্কিন নাগরিকের জন্য ভীষণ রকমের উদ্বেগের।