যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সম্প্রতি বিস্ফোরিত হওয়া টেসলা সাইবার ট্রাকটির চালকের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো শত্রুতা ছিল না। ওই চালক মানসিক রোগে (পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার) ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ কথা বলেছে।
গত বুধবার খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সাইবার ট্রাকে ওই বিস্ফোরণ হয়। হোটেলটি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। সাইবার ট্রাকে বিস্ফোরণের আগে একই দিন নববর্ষ উদ্যাপনের সময় নিউ অরলিয়েন্সেও ট্রাক হামলা হয়। ওই ঘটনায় ১৫ জন নিহত হন।
গতকাল শুক্রবার এফবিআই আবারও বলেছে, নিউ অরলিয়েন্সে হওয়া ট্রাক হামলার সঙ্গে লাস ভেগাসে হওয়া সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিশ্চিত কোনো যোগসূত্র তারা পায়নি।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সাইবার ট্রাকের চালকের পরিচয় শনাক্ত করেছেন। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। কলোরাডো স্প্রিংস শহরে নিযুক্ত ছিলেন লাইভেলসবার্গার। তিনি একাই বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্টের শত্রুতা ছিল না।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘তদন্ত এবং সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইঙ্গিত পাওয়া গেছে যে লাইভেলসবার্গার পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন। আমরা ধারণা করছি যে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনঘটিত আরও কিছু জটিলতা থাকতে পারে। আর এগুলো এই ঘটনায় ভূমিকা রেখেছে।’
লাইভেলসবার্গারের মৃত্যুকে ‘আত্মহত্যার এক মর্মান্তিক ঘটনা’ বলে মনে করা হচ্ছে বলে উল্লেখ করেন এফবিআই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার পুলিশ বলেছে, লাইভেলসবার্গার মুখে গুলি করে আত্মহত্যা করেছেন।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ছেলে এরিক ট্রাম্প ওই বিস্ফোরণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
সাইবার ট্রাকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার নির্মিত ছিল। এই প্রতিষ্ঠানের সিইও ইলন মাস্ক ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের জোরালো সমর্থক ছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর উপদেষ্টাও হবেন ইলন মাস্ক।