উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ভোটকেন্দ্রে চলছে ভোটদান
উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ভোটকেন্দ্রে চলছে ভোটদান

যুক্তরাষ্ট্রের ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করল এফবিআই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে একাধিক ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সংস্থাটি বলছে, এসব হুমকির বেশ কয়েকটি রাশিয়া থেকে এসেছে। তবে সেগুলোর কোনোটিই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি।

দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় বোমা হামলার হুমকির পর ভোটদানে বাধা পড়েছে বলে সেখানকার কর্তৃপক্ষের ঘোষণার মধ্যেই এমন সতর্কবার্তা দিল এফবিআই। এফবিআইয়ের মুখপাত্র সাভানাহ সিমস এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বোমা হামলার হুমকির বিষয়ে অবগত আছে এফবিআই। সেগুলোর অনেকগুলোই রাশিয়ার ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে।

এসব হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে এফবিআই। সাভানাহ সিমস বলেন, বোমা হামলার হুমকিগুলোর কোনোটিই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপরও মানুষকে সতর্ক থাকতে হবে। বোমা হামলার হুমকি রাশিয়া থেকে এসেছে বলে জানিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেনসপার্জারও।

এদিকে মঙ্গলবারের ভোটের দিন যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী সপ্তাহজুড়ে দিন-রাত যেকোনো প্রকারের হুমকি শনাক্ত করার জন্য ওয়াশিংটনে ‘ন্যাশনাল ইলেকশন কমান্ড’ স্থাপন করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এ ছাড়া অরেগন, ওয়াশিংটন ও নেভাদা অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডকে মাঠে নামিয়েছে সরকার। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১৭টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের ৬০০ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।