জনবল ছাঁটাই এবং বিভিন্ন স্থানে অফিস বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষ কর্মীদের ই–মেইল করবে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম আজ শুক্রবার থেকেই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করবে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১২টায় কর্মচারীদের একটি ই-মেইলের মাধমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। খবর রয়টার্সের।
কর্মীদের কাছে এর আগে পাঠানো এক মেইল বার্তায় টুইটার বলেছে, ‘আপনি যদি অফিসে থাকেন অথবা অফিসের পথে রওনা হয়ে থাকেন, তবে দয়া করে বাড়ি ফিরে যান।’ সামাজিক মাধ্যমটি জানায়, ‘টুইটারকে একটি সুস্থ স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টায় তাঁরা আজ বিশ্বব্যাপী তাদের কর্মী কমানোর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।’
টুইটার কর্তৃপক্ষ আরও জানায়, তারা বিশ্বব্যাপী কার্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ করে দেবে এবং সব প্রবেশ নিয়ন্ত্রণ স্থগিত করবে, যাতে প্রত্যেক কর্মচারীর পাশাপাশি টুইটার সিস্টেম এবং গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
টুইটার জানায়, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। যাঁদের ছাঁটাই করা হবে না, তাঁদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, খরচ কমানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক।
গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি।
এর অংশ হিসেবে মাস্ক টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ এবং আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। টুইটারের বিজ্ঞাপন, বিপণন এবং মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছে মাস্ক দায়িত্ব নেওয়ার পর।
এলন মাস্ক তাঁর কর্মীদের অবকাঠামোগত খরচে বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের বিষয়ে নির্দেশ দিয়েছে।