যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনায় কীভাবে জবাব দেওয়া হবে, তা তিনি ঠিক করে ফেলেছেন।
ইরান সমর্থিত জঙ্গিদের শাস্তি দিলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।
গত রোববার জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তের কাছে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হন। আহত হন আরও ৩৪ জন। এ হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কী হবে, তা নির্ধারণে গতকাল হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এরপর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এয়ারফোর্স-ওয়ান উড়োজাহাজে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন তিনি।
এদিন সাংবাদিকদের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল কীভাবে হামলার জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন কি না। জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ’। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।
এ ঘটনায় ইরান দায়ী কি না, জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘যারা হামলা চালিয়েছে তাদের তারা (ইরান) অস্ত্র সরবরাহ করছে। সে জায়গা থেকে আমি তাদের দায়ী করব।’
বাইডেন আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ বাধানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি সে রকম কিছু চাইছি না।’
গতকাল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবিও বাইডেনের সঙ্গে ছিলেন। এয়ারফোর্স-ওয়ানে বসে কারবিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি আভাস দিয়েছেন, যুক্তরাষ্ট্র একাধিকবার জবাব দিতে পারে।
কারবি সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি উপযুক্ত কায়দায় সাড়া দেব, তা প্রত্যাশা করাটা আপনাদের জায়গা থেকে ন্যায্য। আর খুব সম্ভবত আপনারা বহুমাত্রিক পদক্ষেপ দেখতে পাবেন। শুধু একটি নয়, অবশ্যই একাধিকবার জবাব দেওয়া হবে।’
জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার ঘটনায় বাইডেন বেশ চাপের মধ্যে আছেন। প্রতিপক্ষ রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাট দলীয় এ নেতা মার্কিন বাহিনীগুলোর জন্য কোনো সুরক্ষা বলয় রাখেননি।