ন্যান্সি পেলোসি ও তাঁর স্বামী পল পেলোসি
ন্যান্সি পেলোসি ও তাঁর স্বামী পল পেলোসি

ন্যান্সি পেলোসির স্বামীর হামলাকারীর ৩০ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির হামলাকারীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের এক আদালত এ আদেশ দেন।

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে। ডেভিড ডেপাপে নামের এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় পেলোসির বাড়িতে হামলা চালান। ৮২ বছরের পল পেলোসি হামলার সময় বাড়িতে একা ছিলেন। তাঁর স্ত্রী ন্যান্সি পেলোসি হামলার সময় ওয়াশিংটনে ছিলেন।

হামলাকারী হাতুড়ি হাতে ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন। না পেয়ে পল পেলোসির ওপর হামলা করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় পল পেলোসিকে। তিনি মাথায় ও হাতে আঘাত পান। পরে তাঁর অস্ত্রোপচার করতে হয়।

ঘটনাস্থল থেকে আটক করা হয় ডেভিড ডেপাপেকে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়।

সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে ডেভিড ডেপাপের ৪০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন কৌঁসুলিরা। ডেভিড অপরাধ অস্বীকার করেননি। আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড গতকাল বলেন, এই সাজা নজির হয়ে থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এই বার্তা দেবে।