রায়ান ওয়েসলি রুথ
রায়ান ওয়েসলি রুথ

ফ্লোরিডায় ট্রাম্পের ওপর হামলা

ইউক্রেনে যুদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত রুথ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে রায়ান ওয়েসলি রুথ নামের এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। স্থানীয় সময় গত রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের মালিকানাধীন গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। এ সময় মাঠের পাশে স্বয়ংক্রিয় বন্দুক হাতে দেখা যায় একজনকে। তা দেখে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা গুলি করলে পালিয়ে যান বন্দুকধারী।

মার্কিন সংবাদমাধ্যমগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানিয়েছে, অভিযুক্ত বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তাঁর বয়স ৫৮। এখন তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এদিকে বন্দুকধারীর বিষয়ে জানতে উঠে পড়ে লেগেছে মার্কিন গণমাধ্যমগুলো। নিউইয়র্ক টাইমস–এর তথ্য অনুযায়ী, অভিযুক্ত ওয়েসলি রুথের বাড়ি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। তিনি এক সময় নির্মাণশ্রমিক ছিলেন। সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা তাঁর নেই। তবে ওয়েসলি রুথ একাধিকবার সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যুদ্ধে অংশ নিতে তিনি ইউক্রেন গিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ ও প্রয়োজনে প্রাণ বিসর্জনের ইচ্ছার কথাও জানিয়েছিলেন ওয়েসলি রুথ। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি ইউক্রেনে গিয়ে স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে চাই। প্রয়োজন হলে প্রাণও দেব।’

গত বছর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুথ জানিয়েছিলেন, যুদ্ধে অংশ নিতে ইউক্রেন গিয়েছিলেন তিনি। তবে বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছিল।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলে কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভে দেখা গিয়েছিল রুথকে। সে ঘটনার একটি ভিডিও চিত্র রয়েছে তাদের কাছে।

ট্রাম্পকে নিয়ে এ ঘটনার পর রয়টার্সের পক্ষ থেকে রুথ ওয়েলসের এক ছেলে অ্যাডামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ট্রাম্পকে হত্যাচেষ্টার এ ঘটনা সম্পর্কে তিনি এখনো সেভাবে কিছুই জানেন না। এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। অ্যাডাম বলেন, তাঁর বাবা এ ধরনের কোনো কাজ করতে পারেন বলে মনে করেন না তিনি।

ওরান নামে ওয়েসলি রুথের আরেক ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে সিএনএনকে তিনি বলেন, ‘আমার বাবা একজন ভালো মানুষ। বাবা হিসেবে তিনি খুবই যত্নশীল। এর বাইরে আর কোনো মন্তব্য করতে চাই না। আমি জানি না ফ্লোরিডায় কী ঘটেছে।’

তবে এর আগেও অপরাধমূলক ঘটনায় জড়িয়েছিলেন ওয়েসলি রুথ। ২০২২ সালে নর্থ ক্যারোলাইনার বাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, এর আগে রুথের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। এর মধ্যে গোপন অস্ত্র, গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়াসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

এদিকে রোববারের ঘটনার পর ওয়েসলি রুথের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রুথের প্রতিবেশীরা জানিয়েছেন, রুথ মানুষ হিসেবে ভালো। তবে তাঁদের পরিবারের বন্দুক নিয়ে একাধিক ঘটনা আছে।

যেভাবে ধরা পড়েন রুথ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার স্থানীয় সময় বেলা দেড়টার দিকের ঘটনা। ফ্লোরিডায় নিজের মালিকানাধীন বাড়ি মার-আ-লাগোর পাশের পাম বিচ এলাকায় গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এ সময় মাঠের কাছে ঝোপঝাড়ে লুকিয়ে ছিলেন একজন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পেলে অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির কাছে থাকা বন্দুকটি ছিল একে–৪৭ ঘরানার। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। পরে ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। গ্রেপ্তার করা হয় রায়ান ওয়েসলি রুথকে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় আমরা একজনকে হেফাজতে নিয়েছি। গুলির ঘটনায় সম্ভাব্য অভিযুক্ত মনে করা হচ্ছে তাঁকে।’