যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের (৫০) হত্যাকারী নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস এ তথ্য জানিয়েছেন।
এদিকে সন্দেহভাজন খুনিকে আটক কিংবা দোষী সাব্যস্ত করার মতো যেকোনো তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গত বুধবার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন খুনির কয়েকটি ছবি প্রকাশ করেছে। গুলি করার পর তিনি একটি বৈদ্যুতিক মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল থেকে পালান এবং সেন্ট্রাল পার্কে ঢুকে অদৃশ্য হয়ে যান। পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে জনসাধারণের সাহায্য চেয়েছে।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, তদন্তকারী ব্যক্তিরা সেন্ট্রাল পার্ক থেকে কাঁধে বহন করার একটি ব্যাগ উদ্ধার করেছেন। ব্যাগটি সন্দেহভাজন ওই ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। ব্যাগটি থেকে খুনের ঘটনার তথ্য–প্রমাণ পাওয়া যেতে পারে বলেও মনে করছে পুলিশ।
এর আগে গতকাল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ কমিশনার জেসিকা বলেন, কর্তৃপক্ষের ধারণা, তিনি (সন্দেহভাজন) নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছেন। নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পুলিশ এ ধারণা করছে। ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে সর্বশেষ একটি বাস টার্মিনালের দিকে যেতে দেখা গেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাপ্রধান জোসেফ কেনি একই সাক্ষাত্কারে বলেন, ভিডিওতে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ট্যাক্সিতে চড়েছেন। ট্যাক্সিটি তাঁকে ম্যানহাটানের জর্জ ওয়াশিংটন সেতুর কাছে বন্দর কর্তৃপক্ষের একটি বাস স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে।
জোসেফ কেনি আরও বলেন, ‘ওই স্টেশনের বাসগুলো এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে চলাচল করে। তাই আমাদের বিশ্বাস, তিনি নিউইয়র্ক শহর ছেড়ে চলে যেতে পারেন।’
বিবিসির এক খবরে বলা হয়, টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে ম্যানহাটানের একটি ব্যস্ত এলাকায় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে গুলির ঘটনা ঘটে। দিন শেষে বিনিয়োগকারীদের একটি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল থম্পসনের।
পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি একটি হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। তাঁর মুখে ছিল কালো রঙের মাস্ক। পিঠে কালো ব্যাগ। তিনি হিলটন হোটেলের বাইরে মিনিট পাঁচেক থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন বলে মনে করা হয়। এ হোটেলেই থম্পসনের বক্তব্য দেওয়ার কথা ছিল। থম্পসন হেঁটে ঘটনাস্থলে এলে তাঁর ওপর গুলি চালানো হয়। এতে তাঁর পিঠ ও পায়ে গুলি লাগে।