ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ওয়াশিংটনে একটি সমাবেশে অংশ নেন। সমাবেশে ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ওয়াশিংটনে একটি সমাবেশে অংশ নেন। সমাবেশে ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে ট্রাম্প

অভিষেকের আগের দিন সমাবেশে কী বললেন ট্রাম্প, নাচলেন গানের তালে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার ক্ষণগণনা চলছে। এই ক্ষণগণনা এখন ঘণ্টার হিসাবে এসে দাঁড়িয়েছে।

ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী, ২০ জানুয়ারি (সোমবার) দুপুর নাগাদ ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। অবশ্য অভিষেক উৎসবের আমেজ ইতিমধ্যে ওয়াশিংটনে ছড়িয়ে পড়েছে।

অভিষেকের আগের দিন গতকাল রোববার ওয়াশিংটনে বিশাল এক সমাবেশে হাজির হন ট্রাম্প। তিনি উচ্ছ্বসিত ভক্ত-সমর্থকদের আমেরিকার পতনের যবনিকা ঘটানোর অঙ্গীকার করেন।

ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ওয়াশিংটনে একটি সমাবেশে অংশ নেন
ছবি: রয়টার্স

এ জন্য ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করার কথা বলেন। উদারপন্থী মতাদর্শ ও অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

৭৮ বছর বয়সী ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্বের প্রথম দিন থেকেই ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, সোমবার দুপুরে আমেরিকার দীর্ঘ চার বছরের পতনের যবনিকা ঘটবে। তাঁরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি, একেবারে নতুন দিন শুরু করতে চলছেন।

রিপাবলিকান পার্টির ট্রাম্প বলেন, ‘আমি ঐতিহাসিক গতি ও শক্তিতে কাজ করব। আমাদের দেশ যেসব সংকটের মুখোমুখি, তার প্রতিটির সমাধান করব।’

ওয়াশিংটনে সমাবেশে ডোনাল্ড ট্রাম্প

গতকাল এই সমাবেশের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কও উপস্থিত ছিলেন। মার্কিন প্রযুক্তি খাতের এই ধনকুবের ট্রাম্পের প্রশাসনে থাকছেন।

ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনে নতুন একটি বিভাগ চালু করতে চলছেন। এই বিভাগের দুই প্রধানের একজন হবেন মাস্ক।

ট্রাম্প সমাবেশে প্রায় এক ঘণ্টা ধরে বক্তৃতা দেন। তাঁর বক্তব্যের বেশির ভাগজুড়ে ছিল অভিবাসন।

সমাবেশ শেষে ডিসকো ব্যান্ড ভিলেজ পিপল গান পরিবেশন করে। ট্রাম্পকে গানের তালে তালে নাচতে দেখা যায়।

ভিলেজ পিপল গত শতকের সত্তরের দশকের তাদের বিখ্যাত গান ‘ওয়াই. এম. সি. এ. ’ পরিবেশন করে। এ গান ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সংগীতে পরিণত হয়েছিল।