যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর কথা হবে আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার টেলিফোনে কথা বলবেন।

সংশ্লিষ্ট একজন মার্কিন কর্মকর্তা জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এটাই হবে বাইডেন–নেতানিয়াহুর প্রথম ফোনালাপ।

এর আগে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গ্রুপের সহায়তাকর্মীদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন বাইডেন। তিনি বলেছেন, গাজায় বেসামরিক মানুষজন ও সহায়তাকর্মীদের সুরক্ষায় ইসরায়েলকে অবশ্যই আরও বেশি কিছু করতে হবে।

দুই নেতার সম্ভাব্য ফোনালাপের বিষয় সম্পর্কে জানেন—এমন এক মার্কিন কর্মকর্তা গতকাল বুধবার এএফপিকে বলেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্ট বাইডেন আগামীকাল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন।’

গাজায় ইসরায়েলি হামলায় সাতজন সহায়তাকর্মীর মৃত্যুর ঘটনাটি স্বীকার করে নিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, গত সোমবার গাজায় ইসরায়েলি বাহিনী ‘অনিচ্ছাকৃতভাবে’ এ ঘটনা ঘটিয়েছে।

নিহত ব্যক্তিদের তালিকায় ফিলিস্তিন ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং মার্কিন–কানাডিয়ান নাগরিক রয়েছেন।