যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি রাখার মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরকারের গোপন নথি সরানের অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
ফ্লোরিডার আদালতের বিচারক অ্যালিন ক্যানন সোমবার এ রায় দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না দাবি করে এ মামলা খারিজ করার আবেদন করেছিলেন ট্রাম্প। আদালত তাঁর এ আবেদন মঞ্জুর করেছেন।

এ মামলায় আদালতে রাষ্ট্রীয় গোপন নথি ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। রাষ্ট্রীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রাখারও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে এসব গোপন নথি জব্দ করা হয়েছিল। ট্রাম্প ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর এসব নথি জব্দ করা হয়।