খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ওই ব্যক্তি কলোরাডো অঙ্গরাজ্যে নিযুক্ত এক মার্কিন সেনা সদস্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) বলেছে, ওই বিস্ফোরণের ঘটনাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল কি না, তা তারা নিশ্চিত হতে পারেনি।
গত বুধবার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়। হোটেলটি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন।
এফবিআই বলছে, নববর্ষের প্রথম দিন নিউ অরলিয়েন্সে হওয়া ট্রাক হামলার সঙ্গে একই দিন লাস ভেগাসে হওয়া সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো যোগসূত্র তারা পায়নি। নিউ অরলিয়েন্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আর লাস ভেগাসে হামলার ঘটনায় সাতজন সামান্য আহত হয়েছেন।
লাস ভেগাসের ওই সাইবার ট্রাকচালকের নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। তিনি কলোরাডো স্প্রিংস শহরে মার্কিন সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ বলছে, লাইভেলসবার্গার একাই হামলা চালিয়েছেন।
পুলিশ আরও বলেছে, লাইভেলসবার্গার নিজের মুখে গুলি করে আত্মহত্যা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্লার্ক কাউন্টির ময়নাতদন্তকারী চিকিৎসকের বরাতে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই তথ্য জানিয়েছে।
ঘটনার সময় লাইভেলসবার্গার ট্রাকের ভেতরেই ছিলেন।
লাস ভেগাস মেট্রোপলিটন বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ট্রাকে থাকা বিস্ফোরকগুলো বিস্ফোরিত হওয়ার আগেই লাইভেলসবার্গার নিজেকে গুলি করেন। তাঁর পায়ের কাছে একটি হ্যান্ডগান পাওয়া গেছে।
সাইবার ট্রাকটির ভেতর দুটি আধা স্বয়ংক্রিয় হ্যান্ড গান পাওয়া গেছে। দুটো আগ্নেয়াস্ত্রই গত ৩০ ডিসেম্বর লাইভেলসবার্গার বৈধভাবে কিনেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ট্রাকের ভেতর সামরিক পরিচয়পত্র, একটি পাসপোর্ট, একটি আইফোন ও কিছু ক্রেডিট কার্ড পেয়েছে।
এক সেনা কর্মকর্তা বলেন, লাইভেলসবার্গার ‘আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডে’ নিযুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি অনুমোদিত ছুটিতে ছিলেন।
তদন্তাধীন কোনো বিষয় নিয়ে আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন এর এক মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বীরত্বের স্বীকৃতি হিসেবে লাইভেলসবার্গারকে একটি ব্রোঞ্জ তারকা দেওয়া হয়েছিল। বীরত্বের জন্য তিনি সেনাবাহিনীতে প্রশংসাও কুড়িয়েছিলেন এবং একটি কমব্যাট ইনফ্যান্ট্রিম্যান ব্যাজও পেয়েছিলেন।
ওই কর্মকর্তা আরও বলেন, লাইভেলসবার্গার আফগানিস্তানে পাঁচ দফায় যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ আত্মীয় রয়টার্সকে বলেন, লাইভেলসবার্গার ছোটবেলা থেকেই বিশেষ বাহিনীতে ‘সেনা সদস্য’ হিসেবে কাজ করতে চাইতেন। আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পর তিনি সেনাদের সেনা হয়ে ওঠেন।
ওই ব্যক্তি বলেন, লাইভেলসবার্গার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন। ট্রাম্পকে তিনি এমন একজন হিসেবে দেখতেন যিনি সেনাবাহিনীকে ভালোবাসেন। তিনি ট্রাম্পকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন।
ওই স্বজন আরও বলেন, লাইভেলসবার্গার উত্তরাঞ্চলীয় ওহাইও অঙ্গরাজ্যের বিউসাইরাসে একটি হাই স্কুল থেকে স্নাতক করেছেন। সেখানে তিনি ফুটবল, বেসবল খেলতেন এবং জনপ্রিয় ছিলেন।
পরিবারের কোনো ধারণাই ছিল না যে লাইভেলসবার্গার লাস ভেগাসে বোমা হামলার মতো কিছু পরিকল্পনা করছেন।
লাইভেলসবার্গারকে ছোট বেলা থেকেই দেখেছেন ওই আত্মীয়। তিনিও মানতে পারছেন না এই মানুষ এমন কিছু করতে পারে।
ওহাইও সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, লাইভেলসবার্গার ২০০৫ সালে বিউসাইরাসে হাইস্কুল থেকে স্নাতক হন। তাঁর আত্মীয় বলেছেন, স্নাতক শেষ করে তিনি তৎক্ষণাৎ সামরিক বাহিনীতে যোগ দিতে চলে যান।
লাস ভেগাস হোটেলের ভেতরে এবং বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বৈদ্যুতিক যান সাইবার ট্রাক বিস্ফোরিত হচ্ছে এবং এটি থেকে আগুন ছড়িয়ে পড়ছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমন দৃশ্য দেখা যায়।
এ ঘটনায় গতকাল ট্রাম্পের একজন মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে তাঁর সাড়া পাওয়া যায়নি।