যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজন শিক্ষিকা নতুন শিক্ষাবছরে শিক্ষার্থীদের স্বাগত জানাতে শ্রেণিকক্ষ প্রস্তুত করছিলেন। হঠাৎ তাঁর শ্রেণিকক্ষে ঢুকে পড়ে কৌতূহলী এক কালো ভালুক।
ক্যালিফোর্নিয়ার পাইন মাউন্টেন ক্লাবের পিক টু পিক মাউন্টেন চার্টার স্কুলে অভিনব এ ঘটনা ঘটে।
শিক্ষিকা এলিন সালমন শ্রেণিকক্ষ সাজাচ্ছিলেন। কিছু জিনিস ফটোকপি করতে তিনি শ্রেণিকক্ষ খোলা রেখেই অফিসকক্ষে যান। ফিরে এসে দেখেন একটি কালো ভালুক শ্রেণিকক্ষটি দখল করে আছে।
ভয়ে ওই শিক্ষিকা শ্রেণিকক্ষের দরজা বাইরে থেকে আটকে দেন, তাঁর মুঠোফোনটিও সেখানে রেখে আসতে হয়।
স্থানীয় একটি টেলিভিশনকে নিজের ওই অভিজ্ঞতার বর্ণনায় সালমন বলেন, ‘আমি আমার স্বামী ইয়ানকে ফোন করতে দৌড়ে অফিসকক্ষে যাই।
‘প্রথমেই যে চিন্তা আমার মাথা আসে তা হলো, ভালুকটি কি শ্রেণিকক্ষ তছনছ করে ফেলবে? সবে আমি মেঝেটি নতুন করে নির্মাণ করেছি। সাজসজ্জার কাজও শেষ করে ফেলেছি।’
সালমনের স্বামী এসে শ্রেণিকক্ষের দরজাটি খুলে ভালুকটিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।
ভালুকটি পালিয়ে যাওয়ার পর দেখা যায়, সেটি তেমন কোনো ক্ষয়ক্ষতি করেনি। কেবল ভূমিকম্পের জন্য জরুরি ব্যবস্থা হিসেবে যে ব্যাগটি গুছিয়ে রাখা হয়েছিল, সেটি নষ্ট করেছে।
সালমন বলেন, ‘আমরা ভূমিকম্পের জন্য জরুরি প্রস্তুতি হিসেবে একটি ব্যাগ গুছিয়ে রাখি। তাতে কিছু শুকনা খাবার থাকে। ভালুকটি ওই খাবারের খোঁজেই ব্যাগটি তছনছ করেছে।’
এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ভালুকের প্রবেশ আটকাতে দরজার হাতল বদলে ফেলার পরিকল্পনা করেছে।