যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ফুলটন কাউন্টি জজ স্টক ম্যাকফি এই আদেশ দেন। তবে তিনি বাকি আটটি অভিযোগসহ মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই নির্বাচনে তিনি জর্জিয়ার নির্বাচনের ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন। এই মামলায় ট্রাম্প ছাড়া আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। দুটি অভিযোগ খারিজ করার বিষয়ে বিচারক বলেছেন, রাষ্ট্রীয় কৌঁসুলিদের এমন অভিযোগ আনার এখতিয়ার নেই। পাশাপাশি এ অভিযোগগুলো ফেডারেল আদালতে ভুয়া নথি দাখিলের সঙ্গে সম্পৃক্ত।