আকস্মিক বড় ধরনের বিপত্তির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ পরিবহন সেবা আমেরিকান এয়ারলাইনস। আজ মঙ্গলবার সকালে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ রাখতে হয়। অবশ্য এক ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয় এবং ফ্লাইট চলাচলের অনুমতি মেলে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা নিয়ন্ত্রণকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বড়দিনে ব্যস্ত ভ্রমণের মৌসুমে ফ্লাইট–বিপত্তির বিষয়টিতে হাজারো যাত্রী বিপাকে পড়েন। ফেসবুক, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এ নিয়ে উদ্বেগ জানান।
আমেরিকান এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোর ক্ষেত্রে কারিগরি ত্রুটি দেখা যায়। আমাদের কারিগরি দল যত দ্রুত সম্ভব, তা ঠিক ঠিক করার চেষ্টা চালাচ্ছে। গ্রাহকদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’
আমেরিকান এয়ারলাইনস ৬০টির বেশি দেশে ৩৫০টির বেশি গন্তব্যে প্রতিদিন হাজারো ফ্লাইট পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে তাদের কাছে কারিগরি ত্রুটির কথা জানানো হয়।
এর আগে গত জুলাই মাসে বিশ্বজুড়ে কারিগরি ত্রুটির কারণে হাজার হাজার ফ্লাইট বিপত্তির মুখে পড়েছিল। এতে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল।