যমজ সন্তান কোলে কেলসি হ্যাচার
যমজ সন্তান কোলে কেলসি হ্যাচার

দুটি জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন সেই মা

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা কেলসি হ্যাচারের দুটি জরায়ু। জন্মগতভাবেই তিনি এমন। এটি বিরল ঘটনা। আরও বিরল ঘটনা হলো, তিনি দুই জরায়ুতে দুটি সন্তান ধারণ করেছেন এবং আলাদা দুই দিনে দুই কন্যাসন্তানের জন্মও দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার কেলসি নিজেই এ সুখবর জানিয়েছেন। ৩২ বছর বয়সী কেলসি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের অলৌকিক শিশুরা জন্ম নিয়েছে।’

আগে জন্ম নেওয়া শিশুটির নাম দেওয়া হয়েছে রক্সি লায়লা। গত মঙ্গলবার রাত আটটার কিছু আগে তার জন্ম হয়। এরপর বুধবার সকাল ৬টা ৯ মিনিটের দিকে জন্ম নেয় তার যমজ বোন রেবেল লাকেন।

চিকিৎসকেরা অনুমান করেছিলেন বড়দিনের সময়ে জন্ম নিতে পারে এই যমজ। অন্য তিন ভাইবোনের সঙ্গে বাড়িতে বড়দিনের ছুটি কাটাতে ঠিক সময়মতোই যেন পৌঁছে গেছে তারা।

ইতিমধ্যে মা ও মেয়েকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কেলসি বলেছেন, ভবিষ্যতে তিনি তাঁর প্রসবকালীন অভিজ্ঞতাগুলো মানুষকে জানাবেন।
কেলসির বয়স যখন ১৭ বছর, তখন থেকে জানতে পারেন, তাঁর শরীরে দুটি জরায়ু আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ‘ইউটেরাস ডিডেলফিস’। এটি একটি বিরল ঘটনা।

গত মে মাসে আট সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত আলট্রাসাউন্ড করাতে গিয়ে তিন সন্তানের মা কেলসি জানতে পারেন, তাঁর দুই জরায়ুতে দুটি ভ্রূণ আছে।

কেলসির চিকিৎসার দায়িত্বে ছিলেন ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম’স উইমেন অ্যান্ড ইনফ্যান্টস সেন্টারের প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ শ্বেতা প্যাটেল। তাঁর মতে, একই সময়ে দুই জরায়ুতে আলাদা করে সন্তানধারণের ঘটনা অত্যন্ত বিরল।

কেলসি বলেন, বিশেষজ্ঞরা তাঁকে বলেছেন, প্রতি পাঁচ কোটিতে একজন নারীর মধ্যে এ ধরনের ব্যতিক্রম দেখা যায়। ২০১৯ সালে বাংলাদেশে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক নারীর শরীরে দুটি জরায়ু পাওয়া যায়। তিনি ২৬ দিনের ব্যবধানে দুটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন।