২১ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি
২১ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি

আপাতত সামরিক সহায়তার শেষ চালান ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য গতকাল বুধবার নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলেছে, এটি এখন পর্যন্ত ইউক্রেনের জন্য অনুমোদন পাওয়া সহায়তার সবশেষ চালান।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হলে মার্কিন কংগ্রেসকে এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর সবশেষ ধাপে দেওয়া এ সহায়তা প্যাকেজের মূল্য ২৫ কোটি ডলার। এ সহায়তার মধ্যে আছে—আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদ, রকেটের জন্য ব্যবহৃত অতিরিক্ত গোলাবারুদ, ১৫৫এমএম ও ১০৫এমএম গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী গোলাবারুদ।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখতে হলে অর্থাৎ নতুন সহায়তা দিতে হলে কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ আছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়েরমাক মার্কিন এ সহায়তাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের জয় হবে।’