অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক জেফরিস
অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক জেফরিস

অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের সাবেক সিইও গ্রেপ্তার

ফ্যাশন ব্র্যান্ড অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক জেফরিস ও তাঁর ব্রিটিশ সঙ্গী ম্যাথু স্মিথকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। তাঁদের বিরুদ্ধে যৌনকর্মের জন্য মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

জেফরিস এবং স্মিথের আইনজীবীরা এর আগে তাঁদের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

গত বছর বিবিসির এক তদন্ত প্রতিবেদনে জেফরিস ও স্মিথের যৌনকর্মের জন্য মানব পাচারের তথ্য উঠে আসে। তাতে দাবি করা হয়, নিউইয়র্কের নিজেদের বাসভবন ছাড়া বিশ্বের বিভিন্ন হোটেলে যৌনকর্মের জন্য মানব পাচারে তাঁরা জড়িত রয়েছেন।

বিবিসির প্রতিবেদনের পর জেফরিস এবং স্মিথের বিরুদ্ধে মানব পাচার পাচার, ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে একটি মামলা হয়।

মামলায় অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের বিরুদ্ধে সাবেক সিইওকে দুই দশক ধরে যৌনকাজে মানব পাচারে অর্থায়নের অভিযোগ আনা হয়।

কয়েকজন ভুক্তভোগীর আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ হলো দুজনকে গ্রেপ্তারের ঘটনাটি।

অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সাবেক সিইওর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জন্য নিজস্ব তদন্ত শুরু করা হয়েছে।