যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছ থেকে সম্প্রতি বন্দুকসহ আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফেডারেল আদালতের কৌঁসুলিরা বলেছেন, ট্রাম্পকে হত্যাচেষ্টায় গতকাল মঙ্গলবার অভিযুক্ত করা হয় তাঁকে।
আটক হওয়ার পরপরই ৫৮ বছর বয়সী রায়ান রুথের বিরুদ্ধে বন্দুকসংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করেছিল কর্তৃপক্ষ। এবার তাঁর বিরুদ্ধে নতুন ওই অভিযোগ আনা হলো। বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত গলফ মাঠে নিরাপত্তাবেষ্টনীর ফাঁক দিয়ে বন্দুকের নল তাক করেছিলেন রুথ। গলফ মাঠটি ট্রাম্পের মালিকানাধীন। তখন সেখানে খেলছিলেন তিনি।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘আমাদের গণতন্ত্রের কেন্দ্রে আঘাত করে—এমন কোনো সহিংসতা বিচার বিভাগ সহ্য করবে না। যাঁরা এটা ঘটিয়েছে, আমরা তাঁদের খুঁজে বের করব ও জবাবদিহির আওতায় আনব। এটা বন্ধ করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, মিয়ামির ফেডারেল গ্র্যান্ড জুরি মঙ্গলবার বিকেলে রুথের বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেন। হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে, ফ্লোরিডার ঘটনার বেশ কয়েক মাস আগেই ট্রাম্পকে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিলেন রুথ। তিনি যে ব্যর্থ হবেন, তা-ও নাকি অনুমান করেছিলেন। এসব তিনি লিখেছিলেন ওই চিঠিতে।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি আইলিন ক্যানন এ মামলাটির বিচারকাজ চালাচ্ছেন। এর আগে গত জুলাইয়ে স্বয়ং ট্রাম্পের বিরুদ্ধেই দায়ের হওয়া একটি মামলা তিনি খারিজ করে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পর বেআইনিভাবে রাষ্ট্রের গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি হয়েছিল।
রুথ এখন পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি কিংবা দোষ স্বীকার—কোনোটিই করেননি। রুথের আইনজীবীরা তাঁদের মক্কেলকে জামিনে মুক্ত করতে চেয়েছিলেন। তবে তাঁদের সে চেষ্টা সফল হয়নি।
রুথ যে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন, সে অভিযোগের পক্ষে সম্প্রতি প্রমাণ হাজির করেন কৌঁসুলিরা। তাঁদের অভিযোগ, ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার’ ইঙ্গিত দিয়ে রুথ অজ্ঞাত এক ব্যক্তিকে চিঠি লিখেছিলেন।
কৌঁসুলিরা আরও বলেন, রুথ এক মাস ধরে দক্ষিণ ফ্লোরিডায় ছিলেন। তাঁর সেল ফোনের তথ্য ঘেঁটে দেখা গেছে, তিনি ওই গলফ মাঠ এবং মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়ির কাছাকাছি ছিলেন। ট্রাম্প কোথায় কোথায় কথা বলবেন, কোথায় কোথায় যাবেন, সেই তারিখ ও স্থানের হাতে লেখা একটি তালিকা রুথের কাছে পাওয়া গেছে।
কৌঁসুলিরা বলেন, ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গলফ মাঠের নিরাপত্তাবেষ্টনীর ফাঁক দিয়ে বন্দুকের নল দেখেন সিক্রেট সার্ভিসের একজন সদস্য। এরপর তিনি ফাঁকা গুলি ছুড়লে রুথ সেখান থেকে পালিয়ে যান। এক ঘণ্টার মধ্যে তাঁকে ফ্লোরিডার একটি সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে, ফ্লোরিডার ঘটনার বেশ কয়েক মাস আগেই ট্রাম্পকে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিলেন রুথ। তিনি যে ব্যর্থ হবেন, তা–ও নাকি অনুমান করেছিলেন। এসব তিনি লিখেছিলেন ওই চিঠিতে।
এ বিষয়ে আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে, রুথকে গ্রেপ্তারের পর তাঁর এক বন্ধুর বাড়ির চিঠির বাক্সে চিঠিটি পান তদন্তকারীরা। চিঠিতে রুথ লিখেছিলেন, ‘এটা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ছিল। তবে আপনাকে ব্যর্থ করেছি। আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। এখন কাজটা শেষ করা আপনার ওপর নির্ভর করছে। কাজটি যে–ই শেষ করুক না কেন, আমি তাঁকে ১ লাখ ৫০ হাজার ডলার দেব।’
চিঠিতে রুথ এ–ও লিখেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। ১৫ সেপ্টেম্বরের হত্যাচেষ্টার কয়েক মাস আগেই চিঠিটি বন্ধুর বাসায় রেখেছিলেন তিনি। এ থেকে বোঝা যায়, দীর্ঘ সময় ধরে তিনি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন।