লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন। ইটন অঞ্চলে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় চলছে লুটপাট। ৯ জানুয়ারি
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন। ইটন অঞ্চলে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় চলছে লুটপাট। ৯ জানুয়ারি

লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়াচ্ছে, ক্লান্ত অগ্নিনির্বাপণকর্মীরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল ছাড়াচ্ছে নতুন নতুন জায়গায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিনির্বাপণকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টিন এম ক্রাউলি।

ক্রাউলি বলেন, ‘আমাদের অগ্নিনির্বাপণকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে তাঁরা হাল ছাড়বেন না।’

দাবানলের আগুন ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চলে দাবানল ছড়ায়। কয়েক ঘণ্টার মধ্যে আগুন প্রায় এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপক বিভাগের প্রধান জন ও ব্রায়েন বলেছেন, ‘অগ্নিনির্বাপক বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।’

স্থানীয় সময় গতকাল ভোর চারটা পর্যন্ত পাঁচটি এলাকায় আগুন জ্বলছিল। এখান থেকে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সর্বশেষ খবর অনুযায়ী, সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে প্যালিসেডস অঞ্চলে। দ্বিতীয় বৃহত্তম দাবানলটি জ্বলছে ইটন অঞ্চলে। সানসেট, হার্স্ট ও লিডিয়া এলাকাতেও এখনো আগুন জ্বলছে।

এদিকে লস অ্যাঞ্জেলেসের সব স্কুল আজ শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারও স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা। প্যাসিফিক প্যালিসেইডস ও ইটন অঞ্চলে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় কারফিউ বলবৎ করা হতে পারে বলে জানান শেরিফ।

ইটন অঞ্চলে দাবানলে পাঁচ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি জন ও ব্রায়েন এ তথ্য দিয়েছেন।

দাবানলে পুড়ে গেছে সব। ইটন এলাকার একটি বাড়িতে ধ্বংসস্তূপের মধ্যে মা-মেয়ে। ৯ জানুয়ারি

একদিকে দাবানলে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অন্যদিকে চলছে লুটপাট। লস অ্যাঞ্জেলেসের মেয়র বাস বলেছেন, ন্যাশনাল গার্ড সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে। লুটপাটকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।

গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দাবানল শুরু হয়।