মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামার ঘোষণা আজ দিতে পারেন রন ডিস্যান্টিস

রিপাবলিকান দলের নেতা রন ডিস্যান্টিস
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আজ বুধবার ঘোষণা দিতে পারেন দেশটির রিপাবলিকান দলের নেতা রন ডিস্যান্টিস।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে নিজ দলের আরেক নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন। ট্রাম্প গত বছরের নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এ ঘোষণা দেন।

রন ডিস্যান্টিসের পরিকল্পনার ব্যাপারে অবহিত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে প্ল্যাটফর্মটিতে অনুষ্ঠেয় এক লাইভ অনুষ্ঠানে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ঘোষণা দিতে পারেন ফ্লোরিডার গভর্নর।

সূত্রের ভাষ্য, গতকাল মঙ্গলবার ইলন মাস্ক নিশ্চিত করেছেন যে তিনি রন ডিস্যান্টিসের সাক্ষাৎকার নেবেন। এ সাক্ষাৎকার অনুষ্ঠানে রন ডিস্যান্টিসের ঘোষণা দেওয়ার মতো একটা বিষয় আছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টায় টুইটারে লাইভ ‘প্রশ্ন-উত্তর’ অনুষ্ঠানটি হবে।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন–দৌড়ে রন ডিস্যান্টিস নামতে পারেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।