পর্যটকদের জন্য উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংবাসবশেষ দেখানো কার্যক্রম বন্ধ করা উচিত বলে মনে করেন টাইটানিক বিশেষজ্ঞ টিম মালটিন। তিনি মনে করেন, গভীর সাগরে যাওয়ার জন্য পর্যাপ্ত দক্ষতা অর্জন না করা পর্যন্ত এই ভ্রমণ বন্ধ রাখা দরকার।
বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এ সাক্ষাৎকারে টিম মালটিন এ কথা বলেন। তিনি বলেন, গভীর সমুদ্র ঘিরে পর্যটন ব্যবসা বাদ দেওয়া উচিত। বিশেষ করে টাইটানিক ভ্রমণ। তিনি বলেন, এ ধরনের ভ্রমণের আগে গভীর সমুদ্রে যাওয়ার সনদ নিতে হবে।
সমুদ্র পর্যটনে পাঠানোর চারদিন পর বৃহস্পতিবার টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গত রোববার পাঁচ আরোহীসহ সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঁচ আরোহীর মৃত্যুর কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে টাইটান সাবমেরিনের বড় পাঁচটি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
মূলত শখের বশে কোটি টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাবমেরিন টাইটানে চড়ে আটলান্টিকের তলদেশে গিয়েছিলেন চার পর্যটক। সাবমেরিনটির চালাচ্ছিলেন এটির মালিক নিজেই। মর্মান্তিক এ ঘটনা নজর কেড়েছে বিশ্ববাসীর। পাঁচজনের মৃত্যুর খবর ঘোষণার পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টাইটানিক ঘিরে পর্যটন ব্যবসা বন্ধের কথা বললেন টিম মালটিন।
ব্রিটিশ নাগরিক টিম মালটিন একজন টাইটানিক জাহাজ বিশেষজ্ঞ। প্রায় ২৫ বছর ধরে টাইটানিক নিয়ে গবেষণা করেছেন তিনি। এ বিষয়ে তাঁর একাধিক বই রয়েছে। টাইটানিক নিয়ে লেখা তাঁর বই নিয়ে একাধিক প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে।