মানুষের নানা কিছু সংগ্রহের শখ থাকে। কেউ মুদ্রা, কেউ ডাকটিকিট থেকে শুরু করে নানা কিছু সংগ্রহ করে থাকেন। এবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের এক বাসিন্দা পাওয়া গেল, যিনি সংগ্রহ করে থাকেন এনার্জি ড্রিংকের ক্যান। শুধু তা–ই নয়, ১ হাজার ১৯টি ক্যান সংগ্রহ করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। জোয়েল স্পিয়ারস নামের এই ব্যক্তি আবার ক্যাফেইন পান করতে খুব পছন্দ করেন।
রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ট্রিভার্টন এলাকার বাসিন্দা স্পিয়ারসকে ইউটিউবে অনেকেই চেনেন ‘ক্যাফেইন ম্যান’ হিসেবে। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাঁর ক্যান সংগ্রহের প্রমাণপত্র গিনেস কর্তৃপক্ষের কাছে জমা দেন। গত সপ্তাহে কৃর্তপক্ষ চূড়ান্তভাবে ঘোষণা দেয়, হ্যাঁ, স্পিয়ারস বিশ্বে এনার্জি ড্রিংক ক্যানের সবচেয়ে বড় সংগ্রহশালা গড়ে তুলেছেন।
স্পিয়ারস ডব্লিউজেএআর টিভি চ্যানেলকে বলেন, ‘আমি কখনোই ভাবিনি যে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পারব। তবে আমি কোনো দিকে না তাকিয়ে সাফল্যের সঙ্গে ক্যান সংগ্রহের কাজ করে যেতে থাকি। একপর্যায়ে মনে হলো, আরে, আমি কত ক্যান সংগ্রহ করলাম। এরপর আমি সব ক্যান গোনা শুরু করি। আর এই গোনা শেষ হওয়ার পর বুঝতে পারলাম যে আমি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছি।’
স্পিয়ারস ছয় বছর আগে তাঁর ইউটিউব চ্যানেলে এনার্জি ড্রিংক নিয়ে পর্যালোচনা শুরু করেন। তিনি বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করার পেছনে ওই পর্যালোচনাপ্রক্রিয়ার ভালোই অবদান রয়েছে।
স্পিয়ারস আরও বলেন, ‘আমাকে পুরো বিষয়ের ভিডিও তৈরি করতে হয়েছে। আমাকে প্রতিটি ক্যানের আলাদা আলাদা ছবি তুলতে হয়েছে। কাজটি বেশ সময়সাপেক্ষ ছিল। আমি জানতান না যে প্রতিটি এনার্জি ক্যানের আলাদা করে তালিকা করতে হবে। এটা করতে গিয়ে অনেক সময় লেগে গেছে। প্রক্রিয়াটা দীর্ঘ হলেও এটি বেশ মূল্যবান কাজ ছিল।’
স্পিয়ারস জানান, তিনি দিনে একটি বা দুটি ক্যান এনার্জি ড্রিংক পান করে থাকেন। তাঁর সবচেয়ে প্রিয় ক্যান ছিল সুইডিশ ফিশ স্বাদের ঘোস্ট এনার্জি ড্রিংক।