ট্রাম্পের আত্মসমর্পণ ঘিরে নিউইয়র্কে কড়া নিরাপত্তা

নিউইয়র্কের পুলিশ সদস্যরা নিরাপত্তা জোরদারে কাজ করছেন, ২ এপ্রিলের ছবি
ছবি: রয়টার্স

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে তারা ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করেন। ট্রাম্পকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে তাঁর ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বলেছে, শহরটিতে কোনো হুমকি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এবং ট্রাম্পকে অভিযুক্তকারী দলের সদস্যদের পদত্যাগের দাবি করেছে। অনলাইনে চরমপন্থী কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এমন তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্প সমর্থকদের অনেকে বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, বিক্ষোভ করতে গিয়ে তারা গ্রেপ্তারের শিকার হতে পারেন।

নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনমাফিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত আছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের চর্চা করতে পারে, তা নিশ্চিত করা হবে।

ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট উড়োজাহাজে করে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যাবেন। ট্রাম্প টাওয়ারে তিনি রাত যাপন করবেন। এরপর মঙ্গলবার সকালে তিনি আদালতে হাজির হবেন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের আত্মসমর্পণের এ খবরটি সংগ্রহ করতে অনেক গণমাধ্যম সেখানে উপস্থিত থাকবে। তবে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকারীরা বিপুল সংখ্যায় জড়ো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ট্রাম্পের জন্মস্থান নিউইয়র্ক হলেও প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি সেখানে খুব একটা ভোট পাননি। ২০২০ সালের নির্বাচনে নিজের জন্মশহরের ২৩ শতাংশ মানুষ আর ২০১৬ সালের নির্বাচনে ১৮ শতাংশ মানুষ তাঁকে ভোট দিয়েছিলেন।

নিউইয়র্কের ইয়াং রিপাবলিকান ক্লাব বলেছে, আদালত প্রাঙ্গণমুখী সড়কের বিপরীত পাশে থাকা একটি পার্কে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা। কংগ্রেসে ট্রাম্পের দৃঢ় সমর্থক গ্রিন বলেছেন তিনি ওই বিক্ষোভে অংশ নেবেন।

এক টুইটার পোস্টে গ্রিন বলেন, ‘বিক্ষোভ সাংবিধানিক অধিকার।’ আদালতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার বিচারিক আদালত ভবনের ওপরের দিকের তলাগুলোতে বেলা ১টার দিকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আর এদিন বেলা ২টার দিকে ট্রাম্পের আদালতে হাজির হওয়ার কথা। ওই কর্মকর্তা আরও বলেন, বিচারিক আদালতমুখী একটি সড়কের কাছের একটি ভবনেও অনেক মামলার কার্যক্রম সেদিন মুলতবি করা হবে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়। স্টরমি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।