ঝুম্পা লাহিড়ী
ঝুম্পা লাহিড়ী

ফিলিস্তিনের সমর্থনে পুরস্কার প্রত্যাখ্যান ঝুম্পা লাহিড়ীর

নিউইয়র্ক সিটির নগুচি জাদুঘরের একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী লেখক ঝুম্পা লাহিড়ী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মাথায় কেফিয়া স্কার্ফ পরার অপরাধে ওই জাদুঘর কর্তৃপক্ষ তিন কর্মীকে বরখাস্ত করেছিল। এর প্রতিবাদে ঝুম্পা লাহিড়ী তাঁদের পুরস্কার প্রত্যাখ্যান করেন।

ওই জাদুঘর কর্তৃপক্ষ গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের হালনাগাদ পোশাক নীতিমালার কারণে ঝুম্পা লাহিড়ী এ বছরের ইসামু নগুচি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমরা তাঁর দৃষ্টিকোণকে সম্মান করি এবং প্রত্যেকের মতামত আমাদের নীতিমালার সঙ্গে মিলতে না-ও পারে, তা বুঝি।’

ঝুম্পা লাহিড়ী ২০২০ সালে ইন্টারপ্রিটার অব মেলাদিস নামের বইয়ের জন্য পুলিৎজার জেতেন।

বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিক্ষোভ চলছে এবং তাঁরা মাথায় সাদা-কালো রঙের কেফিয়া স্কার্ফ পরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন। এই স্কার্ফ ফিলিস্তিনিদের আত্মসংকল্পের প্রতীক। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকেও অনেক অনুষ্ঠানে এ ধরনের স্কার্ফ পরতে দেখা যায়। ইসরায়েলি সমর্থকেরা অবশ্য একে চরমপন্থাকে সমর্থনের ইঙ্গিত বলে মনে করেন।

জাপানি-আমেরিকান ভাস্কর ইসামু নগুচির প্রতিষ্ঠা করা জাদুঘরটিতে গত মাসে নীতিমালা পরিবর্তন করা হয়। তাতে বলা হয়, রাজনৈতিক বার্তা, স্লোগান বা সংকেতসংবলিত এমন কোনো পোশাক কর্মীরা পরতে পারবেন না। এ সময় তিন কর্মীকে বরখাস্ত করা হয়।