নিষেধাজ্ঞা উঠছে, ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরতে পারেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। দুই বছর আগে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার জেরে ট্রাম্পকে নিজেদের মাধ্যমে নিষিদ্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স–বিষয়ক প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমরা ফেসবুক ও ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার চালু করতে যাচ্ছি। তবে আগের মতো ঘটনা যাতে আবারও না ঘটে, সে জন্য পাহারার ব্যবস্থা রাখা হবে।’

নিক ক্লেগ আরও জানান, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতিপরিপন্থী কাজ করেন, তবে দুই বছরের জন্য তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।

তবে মেটার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হলেও, কবে নাগাদ ডোনাল্ড ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন, তা জানা যায়নি। এ বিষয়ে তাঁর প্রতিনিধিরাও কিছু জানাননি। ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন।

তবে এর আগে ট্রাম্প ফেসবুকের সমালোচনা করে বলেছিলেন, তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে সামাজিক মাধ্যমটি কোটি কোটি ডলারের লভ্যাংশ হারিয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকেরা। অভিযোগ ওঠে, সামাজিক মাধ্যম ব্যবহার করে ট্রাম্প এই হামলা উসকে দিয়েছেন। হামলার পরদিন ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়। ওই সময় ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এটাই ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি।

ক্যাপিটলে হামলার পরিপ্রেক্ষিতে ওই সময় নিজেদের প্ল্যাটফর্মে ট্রাম্পকে নিষিদ্ধ করেছে টুইটার ও ইউটিউব।