বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিস যুক্তরাষ্ট্রে নিলামে তুলছেন তাঁর মেয়ে মাকাজিউয়ে। কিন্তু বিতর্কিত এ নিলাম ঠেকানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার সরকার। নিলামে তোলা ম্যান্ডেলার ব্যক্তিগত জিনিসের মধ্যে রয়েছে এক জোড়া শ্রবণযন্ত্র, পরিচয়পত্র, বিশ্বনেতাদের দেওয়া কিছু উপহার ও তাঁর কিছু পোশাক। ম্যান্ডেলার এ পোশাকের মধ্যে রয়েছে তাঁর বিখ্যাত জামা। ‘মাদিবা শার্ট’ নামের এই জামা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরতেন ম্যান্ডেলা। ১৯৯৮ ও ২০০৩ সালে তিনি ব্রিটেনের রানির সঙ্গে দেখা করার সময়ও এ জামা পরেছিলেন।
২০১৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় জোহানেসবার্গে শেষনিশ্বাস ত্যাগ করেন শান্তি, সমঝোতা ও মিলনের প্রতীক, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। তাঁর মেয়ে মাকাজিউয়ের নিলাম বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, ম্যান্ডেলার জিনিসগুলো সরকারি সম্পত্তি। দেশের আইন অনুযায়ী, যেসব জিনিস জাতীয় ঐতিহ্যের অংশ, তা দেশের বাইরে নেওয়া যাবে না।
দক্ষিণ আফ্রিকার ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থা সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সি (সাহরা) বলেছে, মাকাজিউয়ের নিলাম ঠেকাতে তারা সরকারের কাছে আবেদন করেছে। এর সমর্থন দিয়েছে দেশটির ক্রীড়া, শিল্প ও ঐতিহ্য মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের মন্ত্রী জিজি কোদোয়া বলেন, দেশের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় তাঁরা একটি মামলা করেছেন। তিনি আরও বলেন, নিলামে ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রি ঠেকানো গুরুত্বপূর্ণ; কারণ, তা দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যের অংশ। তাঁর উত্তরাধিকার রক্ষা করার বিষয়টি গুরুত্বপূর্ণ, যাতে দেশের আগামী প্রজন্ম তাঁর জীবন সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারে।
এর আগে ২০২১ সালেও একবার নিলামে ম্যান্ডেলার ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির বিরোধিতা করেছিল সরকার। ফলে ২০২২ সালের নিলাম আটকে যায়। এ নিয়ে দুই বছর ধরে মামলা চলেছে। গত মাসে প্রিটোরিয়ার উচ্চ আদালত থেকে এসব জিনিস বিক্রির অনুমতি পান মাকাজিউয়ে। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে দেশটির সাহরা এবং সংস্কৃতি মন্ত্রণালয়। এখন সরকার আদালতে আপিল করায় ২২ জানুয়ারি শুরু হওয়া নিলাম অনুষ্ঠিত হবে কি না, তা স্পষ্ট নয়। ইতিমধ্যে নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান গার্নসির নিলামের প্রস্তুতি সেরে নিয়েছে।