যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে করা মামলার বিচার তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য ‘কঠিন’ বিষয় ছিল। আজ রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস সানডে’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প।
ফৌজদারি ওই মামলার শুনানি চলাকালে আদালত কক্ষে ট্রাম্পের পরিবারের অন্য সদস্যদের দেখা গেলেও ছিলেন না মেলানিয়া। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তিনি (মেলানিয়া) ভালো আছেন। কিন্তু এটা (ফৌজদারি বিচার) তাঁর জন্য খুবই কঠিন একটি বিষয় ছিল। তাঁকে এই (বিচারসংশ্লিষ্ট) সব বাজে জিনিস পড়তে হয়েছে।
গত বৃহস্পতিবার ওই মামলার ৩৪টি অভিযোগের সব কটিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের একটি আদালত। মামলায় অভিযোগ আনা হয়েছিল, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক হয়েছিল। সে বিষয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে অর্থ দেওয়া হয়। কিন্তু তা ট্রাম্পের ব্যবসায়িক নথিতে উল্লেখ করা হয়নি।
ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্রের আর কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হননি। আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। এর অর্থ হলো, একজন অপরাধী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামবেন ট্রাম্প।
এদিকে শুধু আদালত কক্ষেই নয়, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায়ও কদাচিৎ দেখা গেছে মেলানিয়াকে। আসন্ন নির্বাচনসংক্রান্ত ট্রাম্পের কোনো শোভাযাত্রায় অংশ নেননি তিনি। দুজনকে জনসমক্ষেও খুবই কম দেখা যাচ্ছে।