যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের গুরুত্বপূর্ণ এক রিপাবলিকান সমর্থককে নিয়ে সহিংস মন্তব্য করে ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া দুজনই নির্বাচনে ‘রাস্ট বেল্ট’ভুক্ত (আগে স্টিল বেল্ট হিসেবে পরিচিত) দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন। গতকাল শুক্রবারও প্রচারে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন তাঁরা।
৫ নভেম্বর ভোট গ্রহণের চার দিন আগে গতকাল স্পর্শকাতর ওই সব অঙ্গরাজ্যের কয়েকটিতে জনসমাবেশ করেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্ব, মধ্য–পশ্চিম ও দক্ষিণের সর্বোত্তরের অঞ্চল নিয়ে ‘রাস্ট বেল্ট’ অঙ্গরাজ্যগুলো গঠিত।
মঙ্গলবার ‘ইলেকশন ডে’র আগে এরই মধ্যে ৬ কোটি ৮০ লাখের বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে দুজন সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়-পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকেন, সেটির ওপরে।
আগামী মঙ্গলবার ‘ইলেকশন ডে’র আগে এরই মধ্যে ৬৮ মিলিয়নের (৬ কোটি ৮০ লাখ) বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে দুজন সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়–পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকেন, সেটির ওপরে।
ট্রাম্প ও কমলার উভয়েই গতকাল সারা দিন নির্বাচনী প্রচারে সময় কাটান। উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে জনসমাবেশের মধ্য দিয়ে এদিনের প্রচার কর্মসূচি শেষ করেন তাঁরা।
এর আগে মিশিগানের ওয়ারেন শহরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘চার বছর ধরে আমরা যে লড়াই করছি, আগামী চার দিন পর তা শেষ হচ্ছে।’ পরে যে ভেন্যুতে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছিলেন, সেখানে এক সমাবেশে বক্তব্য দেন। পেনসিলভানিয়ায় হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার মাত্র কয়েক দিন পর এ ভেন্যুতেই জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন তিনি।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ‘প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য লিজ চেনির ওপর বন্দুকের প্রশিক্ষণ নেওয়া উচিত।’ এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। যিনি এমন সহিংস বাগাড়ম্বরপূর্ণ কথা বলতে পারেন, তিনি পরিষ্কারভাবে একজন অযোগ্য ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।কমলা হ্যারিস, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী
সম্প্রতি তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমলার বিভিন্ন সমাবেশের মতো গতকালের একটি সমাবেশে হাজির হওয়ার কথা ছিল তারকা র্যাপার কার্ডি বির।
এর আগে কমলা তাঁর একজন গুরুত্বপূর্ণ রিপাবলিকান সমর্থককে নিয়ে (ট্রাম্পের সমালোচকদের একজন) ট্রাম্পের ‘সহিংস বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যে’ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উইসকনসিনের ম্যাডিসনে সাংবাদিকদের কমলা বলেন, ‘ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য লিজ চেনির ওপর বন্দুকের প্রশিক্ষণ নেওয়া উচিত।”’
কমলা বলেন, ‘এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। যিনি এমন সহিংস বাগাড়ম্বরপূর্ণ কথা বলতে পারেন, তিনি পরিষ্কারভাবে একজন অযোগ্য ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গতকাল ট্রাম্প মিশিগানের ডিয়ারবর্নে যাত্রাবিরতি করেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আরব–আমেরিকান কমিউনিটির বসবাস এ অঙ্গরাজ্যে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে সমর্থন দেওয়া নিয়ে অঙ্গরাজ্যটিতে মুসলিমদের মধ্যে ডেমোক্র্যাটবিরোধী মনোভাব প্রবল।
চার বছর ধরে আমরা যে লড়াই করছি, আগামী চার দিন পর তা শেষ হচ্ছে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী
ডিয়ারবর্নে একটি ‘হালাল রেস্তোরাঁ’য় সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি জিতলে ভ্যাকসিন নিয়ে সন্দিহান রবার্ট এফ কেনেডি জুনিয়র স্বাস্থ্যসেবা খাতে ‘বড় ভূমিকা’ পালন করবেন। পরে ওয়ারেনে ট্রাম্পের সঙ্গে যোগ দেন কেনেডি।
তবে রবার্ট কেনেডি জুনিয়রকে ‘জাঙ্ক’ সায়েন্স ও ষড়যন্ত্রতত্ত্বের খ্যাপাটে প্রচারক বলে বর্ণনা করেন কমলা। সেই সঙ্গে কমলা কর্তৃত্ববাদী ট্রাম্প প্রশাসনের বিষয়ে বারবার সতর্ক করে দেন।