কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ অনূদিত সদ্য প্রকাশিত ‘কনটেম্পোর্যারি বাংলাদেশি পোয়েট্রি’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ৩৮ জন কবির কবিতা সংবলিত বইটি যৌথভাবে প্রকাশ করেছে নিউইয়র্কের প্রকাশনা সংস্থা ক্রস-কালচারাল কমিউনিকেশনস ও নিউ ফেরাল প্রেস।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নিকোলাস বার্নস এ বইয়ের ভূমিকা লিখেছেন। প্রকাশনাটির সঙ্গে যুক্ত রয়েছেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জোন ডিগবি ও মার্কিন কবি স্ট্যানলি এইচ বারকান।
বইটি অনুবাদের জন্য নিউইয়র্ক সিটি আর্ট অ্যাফেয়ার্সের গ্রান্ট পেয়েছেন হাসানআল আব্দুল্লাহ। প্রচ্ছদ করেছেন পোলিশ শিল্পী ইয়াসেক ওজোয়োস্কি। বইটিতে আহসান হাবীব, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আল মাহমুদ, শহীদ কাদরী, সিকদার আমিনুল হক, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আজাদ, হেলাল হাফিজ, আবুল হাসান, হুমায়ুন কবীর, খোন্দকার আশরাফ হোসেন, আবিদ আজাদ, নাসির আহমেদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আবু হাসান শাহরিয়ার, কামাল চৌধুরী, নাসিমা সুলতানা, মারুফ রায়হান, রাজা হাসান, তসলিমা নাসরিন, রুকসানা রূপা, আহমেদ স্বপন মাহমুদ, হাসানআল আব্দুল্লাহ, মতিন রায়হান, বায়তুল্লাহ কাদেরী, টোকন ঠাকুর, রহমান হেনরী, আলফ্রেড খোকন, সৌমিত্র দেব, শামীম রেজা, নাজনীন সীমন, জাহানারা পারভীন, রনি অধিকারী ও জাহিদ সোহাগের কবিতা স্থান পেয়েছে।
বইটির প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন উভয় প্রকাশক, অধ্যাপক নিকোলাস বার্নস, কবি বিল ওয়ালেকসহ স্থানীয় বাংলাদেশি ও অন্য ভাষার কবি, সম্পাদক, প্রকাশক লেখক, আবৃত্তিকার, সংগীত শিল্পী ও সাংবাদিকবৃন্দ। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আগামী ১২ অক্টোবর বেলা দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। শব্দগুচ্ছ পত্রিকা আয়োজিত এ অনুষ্ঠানে কুইন্স আর্ট কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এতে কবিতামোদী সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।