২৫ সেপ্টেম্বর আবারও ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দেওয়ার দিন ২৫ সেপ্টেম্বরকে তৃতীয় বছরের মতো ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মূলধারায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের মুক্তধারার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আরেকটি পালক যোগ হলো তৃতীয়বারের মতো নিউইয়র্ক রাজ্য সিনেটে এই বিলটি পাস করা।

গত ২১ জানুয়ারি মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহার উদ্যোগে সিনেটর স্টেভেস্কি বিলটি নিউইয়র্ক স্টেটের আইন পরিষদে উত্থাপন করেন। ২৬ জানুয়ারি সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। সিনেট রেজ্যুলেশন নম্বর জে ০০১৯৭।

দিবসটি পালনের জন্য গ্রুপ অব মুক্তধারা ২৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশের বন্ধুরা ছাড়াও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সফররত বিশিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে সভাপতি ‘বাঙালি জাতির মহান নেতা’ হিসেবে পরিচিতি জানিয়ে বক্তৃতা মঞ্চে আহ্বান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন মঞ্চে উঠে মাতৃভাষা বাংলায় বক্তৃতা শুরু করেন বঙ্গবন্ধু। বাংলা ভাষায় সেটাই প্রথম ভাষণ জাতিসংঘে।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক স্টেট সিনেটর স্টেভেস্কি এই দিনটিকে ‘বাংলাদেশ ইমিগ্রান্ট ডে’ হিসেবে রেজ্যুলেশন পাস করার জন্য সিনেটে উপস্থাপন করেন এবং দীর্ঘ শুনানির পর তা সর্বসম্মতিতে পাস হয়।