নিউইয়র্ক-নিউজার্সি

সেতু-টানেলে টোল বাড়ছে ট্যাক্সির

পোর্ট অথোরিটি অব নিউইয়র্ক ও নিউজার্সি আগামী শরৎ থেকে নগরের সব গুরুত্বপূর্ণ ব্রিজ ও টানেলে টোল বৃদ্ধির পরিকল্পনা করছে। নগরের সব বিমানবন্দর ও দুই অঙ্গরাজ্যের মধ্যে চলাচলকারী রেলপথ ও স্টেশনসমূহের ব্যবস্থাপক প্রতিষ্ঠান দ্য পোর্ট অথোরিটি অব নিউইয়র্ক ও নিউজার্সির ভাষ্যমতে, দুই অঙ্গরাজ্যের মধ্যে চলাচলকারী রেল সার্ভিসের টিকিটের মূল্য গত ১২ বছর বৃদ্ধি করা হয় না। তেমনি পাতাল রেলের ভাড়া বাড়ানো হয়নি

গত পাঁচ বছর। তাই কর্তৃপক্ষ মনে করে, নগরের যানজট হ্রাস এবং সহনীয় করতে টানেল ও ব্রিজের সার্ভিস চার্জ বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই। 

পোর্ট অথোরিটি বোর্ড অ্যাপভিত্তিক যাত্রী পরিবহনে সেবাদানকারী ট্যাক্সি ও লিমোজিন সার্ভিসকে নগরের সব বিমানবন্দরে প্রতি যাত্রী পরিবহনে অতিরিক্ত ৪ ডলার চার্জ যোগ করতে চায়। নিউইয়র্ক নগরের এক সংবাদদাতা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে জানা যায়, টানেল ও ব্রিজে ১৫ ডলার টোলের পরিবর্তে ১৬ ডলার এবং ই-পাসের রেট ১ দশমিক ২৫ ডলার বৃদ্ধির কার্যক্রম আগামী ২০২০ সাল থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

টোল বৃদ্ধির আওতায় লিংকন টানেল ও হল্যান্ড টানেলসহ ওয়াশিংটন ব্রিজ, বেনন ব্রিজ, গথেন ব্রিজ এবং আউটার ব্রিজের ক্রসিংসহ নদী পারাপারের সব ব্রিজ ও টানেলকে টোল বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে সংযুক্ত করা হবে।

নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের মুখপাত্র ভৈরবী দেশাই সংবাদমাধ্যমকে ক্ষোভের সঙ্গে বলেন, নগরের যাত্রী পরিবহনে অব্যবস্থা ও চরম হতাশাব্যাঞ্জক পরিস্থিতির শিকার হয়েছে নয়জন ট্যাক্সিক্যাব চালক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অথচ এই মর্মান্তিক মানবিক বিষয়কে কোনোরূপ আমলে আনছেন না সরকার। ট্যাক্সি চালকেরা যখন বর্তমানে সংকট মোকাবিলা করতে কঠিন লড়াই করছে, ঠিক সেই সময় নগরের সংযোগকারী সব ব্রিজ আর টানেলের চার্জ বৃদ্ধি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়।