এফবিআইয়ের ওই সার্ভার ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হয়
এফবিআইয়ের ওই সার্ভার ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হয়

সার্ভার থেকে লক্ষাধিক ভুয়া মেইল, তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে লক্ষাধিক ভুয়া ই–মেইল পাঠানোর ঘটনা নিয়ে তদন্ত শুরু করছে। ওই সার্ভার থেকে একটি সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করে এসব ই–মেইল করা হয়েছিল। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি আজ রোববার এ খবর জানিয়েছে।
সরকারি সংস্থাটি স্থানীয় সময় গতকাল শনিবার সকালের এ ঘটনাকে ‘চলমান পরিস্থিতির’ অংশ বলে বর্ণনা করেছে। তবে এফবিআই এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এফবিআই সার্ভার থেকে সাইবার হামলার ব্যাপারে সতর্ক করে পাঠানো ই-মেইলে প্রেরকের ঠিকানায় নাম ছিল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের।

ওই সার্ভার ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হয় এবং ই–মেইলের শিরোনাম ছিল ‘অতীব জরুরি: হামলাকারীরা সিস্টেমে ঢুকে পড়েছে।’
স্প্যামবিরোধী নজরদারির কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান স্প্যামহাউস। প্রতিষ্ঠানটি বলছে, ওই ই–মেইলগুলোতে প্রাপকদের বলা হয়, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন এবং এসব হামলা করবে ‘ডার্ক ওভারলোড’ নামের একটি চাঁদাবাজ গোষ্ঠী।

স্প্যামহাউস টুইট করেছে, ‘তারা অনেক ব্যাঘাত ঘটাচ্ছে, কারণ, এটা বাস্তব হুমকি এবং সত্যিকার অর্থে মেইলগুলো এফবিআইয়ের অবকাঠামো থেকে আসছে।’ টুইটে আরও জানানো হয়েছে, ই–মেইলগুলোতে প্রেরকের পক্ষ থেকে নাম অথবা যোগাযোগের কোনো তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এফবিআইয়ের ওই সার্ভার থেকে লক্ষাধিক ই–মেইল পাঠানো হয়েছে।

গতকাল এক বিবৃতিতে এফবিআই বলেছে, তারা এদিন সকালে @ic.fbi.gov ই–মেইল অ্যাকাউন্ট থেকে ভুয়া ই–মেইল পাঠানোর ঘটনা সম্পর্কে অবগত আছে।

সংস্থাটি বলেছে, সমস্যাটি চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারটি নিষ্ক্রিয় করে এবং জনসাধারণকে ই–মেইলের ব্যাপারে সতর্ক থাকার কথা বলে।

হ্যাকাররা এটা করেছে নাকি এফবিআইয়ের সার্ভারে প্রবেশাধিকার আছে এমন কোনো ব্যক্তি করেছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।