যুক্তরাষ্ট্রের সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সংবাদ সম্মেলনে তিনি পোডিয়ামে দাঁড়িয়ে ছিলেন ১১৪ মিনিট। একসময় তিনি বলেই বসলেন, তাঁকে যেন সহজ প্রশ্ন করা হয়।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলনে গত এক বছরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের সম্মুখীন হন বাইডেন। করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার কেমন করেছে, এ নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পদক্ষেপ নিয়েও প্রশ্ন করা হয়েছে বাইডেনকে। প্রশ্ন করা হয়েছিল আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়েও।
সংবাদ সম্মেলনে যখন অল্প কিছু প্রশ্নের উত্তর বাকি, তখন বাইডেন বলেন, ‘আমাকে সহজ প্রশ্ন করুন। আমরা আপনাদের দ্রুত উত্তর দিতে পারব।’
এরপর অবশ্য ছোট ছোট উত্তর দিয়েছেন বাইডেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, করোনার কারণে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে এটিকে বিরোধী দল রিপাবলিকান পার্টি ইস্যু করবে কি না। এই উত্তরে খুব সংক্ষেপ বাইডেন বলেন, ‘আমার ধারণা এটা হতে পারে।’