পঞ্চকবির গান ও পুরোনো বাংলা গানের সম্ভার নিয়ে আমেরিকায় হাজির হয়েছেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। নর্থ ক্যারোলাইনার রাউলি, ডালাস এবং ওয়াশিংটন ডিসিতে তিনি সংগীত পরিবেশন করবেন।
ডালাস আর এবিএসির ৩০ বছর পূর্তিতে তিনি সংগীত পরিবেশন করবেন। রাশেদ হোসেন ও গুলশান হোসেনের স্বপ্ন এবিএসিতে সন্ধ্যা মুখার্জি থেকে সলিল চৌধুরী, সাবিনা ইয়াসমীন থেকে রুনা লায়লাসহ বহু শিল্পী এসেছেন। এবার তাঁদের ৩০ বছর পূর্তি হবে ঋদ্ধির গানে। ওয়াশিংটন ডিসির নজরুল সম্মেলনেও গান গাইবেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবজিৎ।
রবীন্দ্রনাথ-নজরুল-অতুলপ্রসাদ-দ্বিজেন্দ্রলাল-রজনীকান্ত। একসঙ্গে এই পঞ্চ কবিকে নিয়ে কাজ করছেন সংগীত শিল্পীঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরোনো পদ্ধতিতেই গান গাওয়া হলে নতুন প্রজন্মের ভালো লাগবে কীভাবে?