নিউইয়র্কে বসবাসরত লেখিকা মুনিয়া মাহমুদ গুরুতর অসুস্থ। প্রায় দেড় মাস ধরে তিনি কুইন্সের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর স্বামী ও সন্তানেরা সবার কাছে দোয়া কামনা করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মুনিয়া মাহমুদ দেড় মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তাঁকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা চেষ্টা করে যাচ্ছেন।
লেখিকা সীমু আফরোজা প্রথম আলোকে জানান, তিনি সম্প্রতি মুনিয়া মাহমুদকে দেখতে হাসপাতালে যান। তিনি সেখানে লেখিকার সঙ্গে কিছু সময় কাটান। নার্স ও মুনিয়া মাহমুদের স্বামী নুর উদ্দিনের সঙ্গে কথা বলেন।
নুর উদ্দিনের যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা যারা লেখিকাকে জানেন, সবাইকে দয়া করে তাঁর আশু আরোগ্য মুক্তির জন্য দোয়া করতে বলবেন।
নিউইয়র্কের কবি লেখকদের পক্ষ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের ৩৭, ৪৮-৭২ স্ট্রিটে এক সভা আহ্বান করা হয়েছে। লেখিকা মুনিয়া মাহমুদের আরোগ্য কামনায় এ সভায় লেখিকার বন্ধুজন ও অনুরাগীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।