লং আইল্যান্ড সিটিতে নতুন আবাসিক ভবন

এক হাজার ১৩২টি ইউনিটের ভবনগুলো মিশ্র আয়ের লোকজনকে ভাড়া দেওয়া হবে
এক হাজার ১৩২টি ইউনিটের ভবনগুলো মিশ্র আয়ের লোকজনকে ভাড়া দেওয়া হবে

নিউইয়র্ক নগরের লং আইল্যান্ড সিটিতে নতুন বহুতল আবাসিক ভবন নির্মিত হচ্ছে। নগরের আবাসন সংকট সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগে এক হাজার ১৩২টি ইউনিটের ভবনগুলো মিশ্র আয়ের লোকজনকে ভাড়া দেওয়া হবে। ইস্ট রিভারের পাশে এসব আবাসন ইউনিটের নির্মাণকাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে জানানো হয়েছে।

গোথাম অর্গানাইজেশন এবং রাইজবরো কমিউনিটি যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। লং আইল্যান্ড সিটির হান্টার্স পয়েন্ট এলাকায় নির্মাণাধীন এ প্রকল্পের ৭৫ শতাংশ ইউনিট সাশ্রয়ী মূল্যে ভাড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরিবারের বার্ষিক আয় ১৫ হাজার ডলার থেকে এক লাখ ৯৬ হাজার ডলার পর্যন্ত আয় করা লোকজনের মধ্যে আবাসন ভাড়া নেওয়ার সুযোগ থাকছে। আধুনিক সব আসবাবসহ দুটি টাওয়ারে নির্মাণাধীন এ প্রকল্প চালু হলে ম্যানহাটন থেকে নদী পেরোনো এলাকায় বিভিন্ন আয় সীমার লোকজনের বসবাসের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

রেন্ট স্ট্যাবিলাইজার ভাড়াটেদের কাছ থেকে লিজ অফিসে আগামী অক্টোবর মাস থেকে ৫৭-২৮ স্ট্রিট, লং আইল্যান্ড সিটি ঠিকানায় আবেদন গ্রহণ করা হবে।