বাংলাদেশি-আমেরিকান কবি রাজুব ভৌমিকের দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশের প্রকাশনী সংস্থা বিদ্যাপ্রকাশ। সম্প্রতি ‘সংসারের কাব্য’ ও ‘১০০ নির্বাচিত স্বতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী’ নামের দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ দুটির প্রচ্ছদ করেছেন নিউইয়র্ক প্রবাসী শিল্পী রাগীব আহসান। গত সপ্তাহে প্রকাশিত বই দুটি আমেরিকান প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান বার্নস অ্যান্ড নোবেল ও বাংলাদেশের অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান রকমারির ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘সংসারের কাব্য’ বইয়ের মূল্য ১২০ টাকা ও ৭ ডলার এবং অন্যটির ১৬০ টাকা ৯ ডলার।
‘১০০ নির্বাচিত স্বতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী’র সম্পাদক সাংবাদিক ও লেখক ইব্রাহীম চৌধুরী বলেছেন, ‘কবি ও সাংবাদিক রাজুব ভৌমিককে আমার কাছে বাংলা সাহিত্য-সংস্কৃতির চলমান পরিমণ্ডলের প্রতিনিধি বলেই মনে হয়েছে। তরুণ এ বাঙালি কৈশোরেই দেশ ছেড়ে অভিবাসী হয়েছেন আমেরিকায়। নিজেকে আমেরিকার মূলধারার একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এরই মধ্যে। বৈশ্বিক বাস্তবতায় যে প্রজন্ম আজকের সমাজকে প্রতিনিধিত্ব করছে, তারই একজন রাজুব ভৌমিক। তাঁর কবিতাগুলো কিছুটা ভিন্ন আঙ্গিকে লেখা। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সনেট লিখেছেন, যা স্বতন্ত্রের দাবিদার।’
নিজের লেখা সম্পর্কে রাজুব ভৌমিক বলেন, ‘১০০ নির্বাচিত স্বতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী’ বইটি সাজানো হয়েছে না স্বাদের কবিতা দিয়ে। ‘সংসারের কাব্য’ গ্রন্থে মূলত সংসারের দুঃখ-কষ্ট, আধ্যাত্মিক সংগ্রাম, ভালোবাসা ইত্যাদি প্রাধান্য পেয়েছে। এতে বিভিন্ন দেশের মানুষের সামাজিক-সাংস্কৃতিক জীবনচিত্র ও প্রকৃতি স্থান পেয়েছে।’
কবি রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলার শ্রীনদ্দি গ্রামে ১৯৮৮সালে। গত পাঁচ বছর ধরে জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে শিক্ষকতা করছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি, যার মধ্যে তিনটি সিটি ইউনিভার্সিটির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।