প্রবাসী রংপুরবাসীর বার্ষিক বনভোজন গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, মাছ শিকার, গান-নৃত্য, স্পটে রান্না করা সুস্বাদু খাবার বনভোজনে আনন্দ ছড়িয়ে দেয়।
নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ফিলাডেলফিয়া ও মেরিল্যান্ড থেকে আসা তিন শতাধিক রংপুরপ্রবাসী এ বনভোজনে অংশ নেন।
রংপুর বিভাগীয় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খতিব সরকার সকাল ১০টায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম।
মীর ফয়সালের পরিচালনা শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এ পর্ব শেষে নূর ইসলাম বর্ষণের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার চেয়ারম্যান হামিদুজ্জামান, মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল বাকী, বাংলা সাপ্তাহিক দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হোসেন খান সানু, কবি সামস আল মমিন, নাজমুল হাবলু, নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি যথাক্রমে হাসান কবির ডাবলু, রোকনুজ্জামান রোকন, শাহীন ফেরদৌস, সুইডেন প্রবাসী আপেল, সংগঠক ফরহাদ হোসেন, ওবায়দুল আলম, আসাদুজ্জামান রুবেল, ফুটবলার আকতারুজ্জামান জুয়েল, আয়োজক কমিটির কর্মকর্তা নূর ইসলাম, গোলাম ফারুক, আবদুস সবুর তনু প্রমুখ।
শুভেচ্ছা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আসা কণ্ঠশিল্পী সাবরিন জামান, নার্গিস রহমান, ফরিদা ইয়াসমিন বকুল, তামান্না হাসিনা, গৌতম রায়। নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী মিনি ও রাত্রী।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিল্পীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরপর নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের সৌজন্যে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এ পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষণ।
পরে হুমায়ুন কবিরের পরিচালনায় শুরু হয় র্যাফল ড্র। তাঁকে সহযোগিতা করে নূর ইসলাম, আবদুল সাকুর, রাসেল। র্যাফল ড্রর বিজয়ীরা হলেন—প্রথম পুরস্কার সোনার চেইন বিজয়ী মোশারফ হোসেন, দ্বিতীয় পুরস্কার ৬৫ ইঞ্চি টিভি বিজয়ী রোমান, তৃতীয় পুরস্কার ল্যাপটপ বিজয়ী রুপা খান, চতুর্থ পুরস্কার ৪০ ইঞ্চি টিভি বিজয়ী আবিদ হোসেন মানিক, পঞ্চম পুরস্কার এয়ার কন্ডিশনার বিজয়ী ফেরদৌস শাহীন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খতিব সরকার, আনোয়ার, নূর ইসলাম ফারুক, তনু, মীর ফয়সাল।