যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ হামলা হয়। স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
ভেস্টাবিয়া হিলস শহরে সেন্ট স্টিফেনস এপিসকোপাল গির্জায় এ হামলা হয়। সেন্ট স্টিফেনস এপিসকোপাল গির্জার ওয়েবসাইটে বলা হয়, হামলার সময় গির্জায় ভোজন চলছিল।
শহরের পুলিশ বিভাগের এক ফেসবুক পোস্টে বলা হয়, এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়ার সাংবাদিকদের বলেন, এক হামলাকারী গির্জায় ঢুকে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন নিহত হয়েছেন। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দুক সহিংসতাজনিত এক ভয়াবহ অধ্যায়ের মধ্যে আছে যুক্তরাষ্ট্র। টেক্সাসের ইউভালডেতে রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার ঘটনাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ। ২৪ মে ওই হামলার ঘটনায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহত হন।