ময়লার ঝুড়িতে মিলল টুইন টাওয়ারের মূল নকশা। বর্তমান বাজারদরে প্রায় এক মিলিয়ন ডলার মূল্যমানের আসল এ ব্লু প্রিন্ট পাওয়া যায় ডেনভারের রাজপথে।
২০১৮ সালে ডেনভারের স্থানীয় পত্রিকা কুসার এক প্রতিবেদনে জানানো হয়, ডেনভারের রাস্তায় একটি ময়লার ঝুড়িতে পুরোনো কাগজের ভিড়ে পাওয়া যায় নকশাটি। অবিশ্বাস্য হলেও সত্যি যে কুড়িয়ে পাওয়া সেই নকশাটিই হলো নিউইয়র্ক নগরীর আইকন বিল্ডিং টুইন টাওয়ারের, যা তৈরি হয়েছিল ১৯৬০ সালে।
কলোরাডোর অধিবাসী জ্যাক হ্যাস আবর্জনার ঝুড়িতে এই মূল্যবান নকশাটি কুড়িয়ে পান। কুসা পত্রিকার প্রতিবেদককে জ্যাক জানান, আমি একজন অ্যানটিকস সংগ্রাহক বলেই নকশাটি চোখে পড়তেই মনে হলো তা অতি মূল্যবান ও দুষ্প্রাপ্য হতে পারে। দ্রুত আমরা পুরো আবর্জনার পাত্রটি ভালো করে খুঁজে টুইন টাওয়ারের মূল নকশাটি আবিষ্কার করি। দুষ্প্রাপ্য এই মূল্যবান নকশা গত ৮ মার্চ নিউইয়র্কে শেষ হওয়া আন্তর্জাতিক অ্যান্টিকস বুক ফেয়ারে প্রদর্শন করা হয়।