মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যে তেলের পাইপলাইনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ হয়েছে। আজ রোববার হিদালগোর গভর্নর ওমর ফায়াদ এই তথ্য জানান। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়।
গত শুক্রবার রাতে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত ব্যক্তিরা বিস্ফোরণের আগে ওই পাইপলাইন থেকে বের হওয়া তেল সংগ্রহ করতে গিয়েছিলেন বলে জানান গভর্নর ওমর ফায়াদ।
বিবিসি বলছে, সন্দেহভাজন তেল চোরেরা লাইনটি ফুটো করে ফেলার পর বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে দগ্ধ মৃতদেহগুলো উদ্ধারে কাজ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭১ জন। তাদের মধ্যে ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে হিদালগোর লাউয়ালিলপান এলাকায় একটি পাইপলাইন ফুটো হয়ে তেল বের হতে থাকে। স্থানীয় লোকজন হাঁড়ি-পাতিল ও ড্রাম নিয়ে ওই তেল সংগ্রহ করতে যান। এ সময় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা জ্বলে ওঠার পর দুর্ঘটনাস্থল থেকে লোকজন পালাচ্ছে। তারা চিৎকার করছে।
গতকাল শনিবার দিনের প্রথম প্রহরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর।
মেক্সিকোর কেন্দ্রীয় সরকার তেল চোরদের বিরুদ্ধে লড়াই শুরুর পর এই দুর্ঘটনার খবর এল।
মেক্সিকোর রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘অবৈধ আঘাতের’ কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগে পেমেক্সের পাইপলাইনেও এমন দুর্ঘটনা ঘটেছিল।
২০১৩ সালে মেক্সিকো সিটিতে কোম্পানির প্রধান কার্যালয়ে বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়। তার আগের বছর পেমেক্সের একটি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ডে ২৬ জন প্রাণ হারান।