মৃত্যুর ১২৭ বছর পর...

নিহত পুলিশ কর্মকর্তা আলবার্ট জ্যাকবসনের সেই ব্যাজ
ছবি: ভিডিও থেকে নেওয়া

আলবার্ট জ্যাকবসন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের হেস্টিংস পুলিশের কর্মকর্তা ছিলেন। ৩৩ বছর বয়সে ১৮৯৪ সালে তিনি দায়িত্ব পালনের সময় অপরাধীর গুলিতে প্রাণ হারান। ১২৭ বছর আগে হত্যাকাণ্ডের শিকার হয়ে তিনি উঠে এসেছিলেন সংবাদপত্রের শিরোনামে। এখন আবার তাঁর নাম এসেছে গণমাধ্যমে।

মৃত্যুর এত বছর পর আলবার্ট জ্যাকবসনের আবার আলোচনায় উঠে আসার নেপথ্যে তাঁর পুলিশ ব্যাজ। মৃত্যুর ১২৭ বছরের মাথায় তাঁর ব্যাজ খুঁজে পেয়েছেন একজন স্বজন। তাঁর এক প্রপৌত্রী সেটি পুলিশের কাছে ফেরত দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউপিআই।

হেস্টিংস পুলিশের বর্তমান প্রধান ব্রায়ান শ্যাফার জানান, আলবার্ট জ্যাকবসনের একজন প্রপৌত্রী সম্প্রতি তাঁকে এ ব্যাজ দিয়ে গেছেন। তিনি বলেন, ২০১৭ সালে তাঁর (শ্যাফার) সঙ্গে জ্যাকবসনের প্রপৌত্রী গ্লোরিয়া হেগেস্তুয়েনের (৭০) একবার দেখা হয়। সে সময় হেগেস্তুয়েন তাঁকে জ্যাকবসনের একটি ছবি দেন। আর এটিই হেস্টিংস পুলিশ দপ্তরে থাকা জ্যাকবসনের একমাত্র ছবি।

শ্যাফার জানান, কিছুদিন আগে হেগেস্তুয়েন তাঁর কাছে এসে একটি ব্যাজ দেন। হেগেস্তুয়েন তাঁকে জানিয়েছেন, তাঁর এক স্বজন ব্যাজটি খুঁজে পেয়েছেন। তিনি বলেন, এটি বলে বোঝানো যাবে না যে এ ব্যাজের আবেগমূল্য কত।

হেস্টিংস পুলিশ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ব্যাজটি তাদের বিভাগের চালু করা প্রথম ব্যাজগুলোর মধ্যে একটি বলে তারা ধারণা করছে।

জ্যাকবসনের মৃত্যুর ঘটনা সে সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ১৮৯৪ সালের ১২ জুলাই হেস্টিংস ডেমোক্র্যাট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন রেলস্টেশন এলাকায় দুজন সন্দেহভাজন চোরকে ধাওয়া করেন জ্যাকবসনসহ দুই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে জ্যাকবসনের সঙ্গী একজনকে ধরে ফেলেন। আর ধাওয়া করার একপর্যায়ে অন্যজন জ্যাকবসনকে ১২ ফুট দূর থেকে পেটে গুলি করেন। এতে তাঁর মৃত্যু হয়। হেস্টিংস ডেমোক্র্যাট–এর প্রতিবেদন অনুযায়ী, জ্যাকবসনকে গুলি করা ওই ব্যক্তির নাম জন ইভান।

মৃত্যুর সময় জ্যাকবসন স্ত্রী ও চার সন্তান রেখে যান। তাঁর ছেলে আলবার্ট এইচ অলি জ্যাকবসন ১৯২৮ সালে পুলিশে যোগ দেন। ১৯৪১ সালে তিনি হেস্টিংস পুলিশের প্রধান হন।