করোনাভাইরাস প্রতিরোধে মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) সব শিক্ষার্থীকে সেলফ কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে ইংহাম কাউন্টির স্বাস্থ্য বিভাগ। গত ২৪ আগস্ট থেকে এ পর্যন্ত ইউনিভার্সিটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা ৩৪২ জনে পৌঁছানোয় এই পরামর্শ দিয়েছে কাউন্টি স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এমএসইউতে যারা ছিলেন তাঁদের সবাইকে ২৬ সেপ্টেম্বর বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ দিনের সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে।এই সুপারিশ কোনো জরুরি আদেশ নয়। তবে শিক্ষার্থীরা তা না মানলে আরও কঠোর এবং বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপ করা হবে বরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির চিকিৎসক ডেভিড ওয়েজম্যান্টেল এক বিবৃতিতে বলেন, এমএসইউ কোভিড-১৯ এর বিস্তার রোধে যথাসাধ্য প্রতিশ্রুতিবদ্ধ। এতে সবার ভূমিকা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই সুপারিশ আরও সহায়তা করবে। নতুন সংক্রমিতদের এক-তৃতীয়াংশ সম্প্রতি সামাজিক সমাবেশে অংশ নিয়েছিলেন।